Garden Reach Building Collapse: গার্ডেনরিচের বাড়ি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা

Last Updated:

Garden Reach Building Collapse: কমিটিতে রয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা।

কলকাতা পুরসভা তৈরি করল বিশেষ তদন্ত কমিটি
কলকাতা পুরসভা তৈরি করল বিশেষ তদন্ত কমিটি
কলকাতা: গার্ডেনরিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি তৈরি করল কলকাতা পুরসভা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুর কমিশনার ধবল জৈন এই তদন্ত কমিটি তৈরি করেছেন। কলকাতা পুরসভার জয়েন্ট বা যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে এই তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সেই সঙ্গে কমিটিতে রয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিস, বি এল আর ও এবং পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনাল মুগ্ধা চক্রবর্তীকে কমিটিতে রাখা হয়েছে।
ওই নির্মাণের কোন অনুমতি ছিল কি না, বাহ কিভাবে অনুমতি ছাড়াই নির্মাণ হল, বিদ্যুৎ বন্টন সংস্থা কিভাবে বিদ্যুৎ সরবরাহ করল, ওই জমির প্রকৃতি বা চরিত্র কেমন, বাড়িটি নির্মাণে কি ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছিল, বাড়ির মালিক কে বা কারা সহ সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করবে এই কমিটি। আগামী সাত দিনের মধ্যেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
advertisement
advertisement
পাহাড়পুর রোডের হেলে পড়া বাড়িতে( J 474) আবার নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। এর আগেই শুনানিতে ডাকার নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। তারপর ঘটে গেছে গার্ডেনরিচ কান্ড। ২০২৩ এর জুলাই মাসে সেই শুনানি হয়ে গেলে তার ৮ মাস পর আবার নোটিস এল ওই বাড়ির মালিকের কাছে। বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কিনা তা খতিয়ে দেখতে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক সহ পুরসভার টিম যাবে আগামী ২৮ শে মার্চ । কলকাতা পুরসভার আইন অনুযায়ী ফের নোটিশ যাওয়ায় আতঙ্ক বাসিন্দাদের।
advertisement
Biswajit Saha
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garden Reach Building Collapse: গার্ডেনরিচের বাড়ি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement