Ganga Aarti in Kolkata: কলকাতায় চূড়ান্ত হল গঙ্গা আরতির সময়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিলোত্তমার মুকুটে নয়া পালক
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Ganga Aarti in Kolkata Timings: ভবিষ্যতে জলপথে নৌকায় বা লঞ্চে ভেসে আরতি দেখার ব্যবস্থা করা হবে বলেও জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কলকাতায় গঙ্গা আরতির সময় চূড়ান্ত হল। মেয়র ফিরহাদ হাকিম জানালেন, শীতকালে সন্ধে ছ’টা থেকে সাতটা এবং গ্রীষ্মকালে সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত প্রতিদিন গঙ্গা আরতি হবে। তবে দুর্গাপুজো কিংবা ছট পুজোর সময় ওই কটা দিন বাজাকদমতলা ঘাটে বন্ধ থাকবে গঙ্গা আরতি বলেও জানালেন ফিরহাদ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল গঙ্গা আরতির। এদিন নিজে হাতে মুখ্যমন্ত্রী আরতি করার আগে গঙ্গা তীরে গঙ্গা মায়ের একটি মূর্তি-সহ মন্দিরেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, কলকাতায় গঙ্গার ঘাটে আরতি শুরু করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন এই আরতির ব্যবস্থাপনা করবে কলকাতা পুরসভা। কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করে প্রাথমিকভাবে বাছাই করা জায়গার মধ্যে মুখ্যমন্ত্রীর পছন্দ বাজা কদমতলাঘাট। সেই ঘাটেই মন্দির-সহ আরতি ও আলোর ব্যবস্থা করে কলকাতা পুরসভা।
advertisement
advertisement
গতকাল, বৃহস্পতিবার বিকেলে আরতির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনারসের গঙ্গার ঘাটে আরতি দেখে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন এ রাজ্যেও গঙ্গা আরতির। কলকাতার গঙ্গার ঘাটে আরতি শুরু করার মুখ্যমন্ত্রীর ইচ্ছেপ্রকাশের পরই তোড়জোড় শুরু করে কলকাতা পুরসভা। দুই মেয়র পরিষদ সদস্য তারক সিং ও দেবাশিস কুমার বেরিয়ে পড়েন গঙ্গাঘাট পরিদর্শনে।
advertisement

উত্তর, দক্ষিণ ও মধ্য কলকাতার চার পাঁচটি ঘাট চিহ্নিত করেন। নিমতলা, বাবুঘাট, বাজাকদমতলা ঘাট, বাগবাজার ঘাট ছিল তালিকায়। সেই তালিকা পাঠানো হয় নবান্নে। মুখ্যমন্ত্রীর পছন্দের জন্য। শেষে নবান্নের সবুজ সঙ্কেত মেলে বাজা কদমতলা ঘাটে। সেখানেই তৈরি হয় আরতির জায়গা, দর্শকদের জায়গা, গঙ্গা মায়ের মন্দির।
advertisement
১১ টি আরতির জায়গা এলইডি আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হয়। ২২ জন পুরোহিতের উপস্থিতিতে বহু প্রতীক্ষিত গঙ্গা আরতির অবশেষে সূচনা হল। ভবিষ্যতে জলপথে নৌকায় বা লঞ্চে ভেসে আরতি দেখার ব্যবস্থা করা হবে বলেও জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গঙ্গাতীরে গঙ্গা আরতির সূচনার মাধ্যমে রাজ্যের পর্যটন মানচিত্রে ও কলকাতার মুকুটে যে যুক্ত হল নয়া পালক তা বলাই যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 10:16 AM IST