হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নজরে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক,সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা BJP

Sagardighi Bypoll 2023: বঙ্গ পদ্ম শিবিরের নজরে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক, সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা গেরুয়া শিবিরের

বঙ্গ পদ্ম শিবিরের নজরে মুসলিম ভোট ব্যাঙ্ক, সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা গেরুয়া শিবিরের

বঙ্গ পদ্ম শিবিরের নজরে মুসলিম ভোট ব্যাঙ্ক, সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা গেরুয়া শিবিরের

সংখ্যালঘুদের বার্তা সুকান্ত মজুমদারের। কী বার্তা দিলেন বঙ্গ পদ্ম সেনাপতি? 

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সাগরদিঘির ফলাফলকে হাতিয়ার করে এবার গেরুয়া শিবিরের নজরে সংখ্যালঘু মুসলিম ভোট। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। গত বিধানসভা নির্বাচনেও এই এলাকার দখল ছিল তৃণমূল কংগ্রেসের হাতে। কিন্তু বৃহস্পতিবার উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই সংখ্যালঘু ভোটাররা কি তাহলে মুখ ফেরাচ্ছে শাসক দল থেকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে  রাজনীতির ময়দানে।

শাসকদলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন হয় এই কেন্দ্রে। সংখ্যালঘু ভোটারদের সম্পূর্ণ সমর্থন আদায়ে যে 'ব্যর্থ' তৃণমূল তা ভোটের হিসেব থেকেই স্পষ্ট। আর তাই সংখ্যালঘুদের কাছে পঞ্চায়েত ভোটের আগে বাংলার সংখ্যালঘুদের কাছে বঙ্গ বিজেপির অন্যতম হাতিয়ার সাগরদিঘির ফলাফল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘মুসলিম ভোট যে তৃণমূল থেকে সরছে তা সাগরদিঘির ভোটের ফলাফল থেকেই স্পষ্ট। সংখ্যালঘুরা বুঝতে পারছে যে, ‘‘তৃণমূল কংগ্রেস তাদের কোনও উন্নয়ন ঘটাতে পারবে না। আমি বাংলার মুসলিমদের বলব, আপনারা বিজেপির ওপর ভরসা রাখুন। বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আগামী দিনে বিজেপিই পারবে অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেরও মুসলিম তথা সংখ্যালঘুদের উন্নয়ন ঘটাতে।’’

আরও পড়ুন- নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনি! খুলে যাবে এই তিন রাশির ভাগ্য! ধনলাভের সঙ্গে আসবে সাফল্যও

বঙ্গ বিজেপির সেনাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস হেরেছে একমাত্র মুসলিমদের ভোট অন্য শিবিরে যাওয়ায়। এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর।’’ রামের ভোটের একটা অংশ কি বাম-কংগ্রেস জোটে গেল? সাগরদিঘির ফলাফল সামনে আসার পর এই প্রশ্ন নিয়েও শুরু হয়েছে জোড় জল্পনা। গত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় বিজেপি প্রার্থী চুয়াল্লিশ হাজার ভোট পেয়েছিলেন। সেই ভোট এবার অর্ধেকেরও নীচে নেমে গিয়েছে। আর এখানেই রামের ভোট বাম- কংগ্রেস জোটের প্রার্থী বায়রণ বিশ্বাসে গিয়েছে বলে জল্পনা। যদিও সুকান্ত মজুমদারের দাবি, ‘‘কট্টর বিজেপির ভোটাররা বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন। তৃণমূলের সংখ্যালঘু ভোটেই জিতেছে জোট প্রার্থী।’’

পঞ্চায়েত এবং তারপর লোকসভা নির্বাচন। তার আগে সাগরদিঘির মুসলিম ভোট মুসলিমদের অনুন্নয়নের কারণেই শাসকের থেকে মুখ ফিরিয়েছে, এই ইসুকে সামনে এনেই এবার তৃণমূলের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে জোর প্রচারে নামতে চলেছে বঙ্গ পদ্ম ব্রিগেড বলে বিজেপি সূত্রের খবর।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bengal BJP, Sukanta Majumdar