#কলকাতা: বেশ কিছুদিন ধরেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে একেতেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ৷ লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ৷ সাধারণ মানুষ রীতিমত খাবি খাওয়ার জায়গায় চলে গিয়েছে ৷
সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির আগাত সহ্য করতে না করতেই মরার ওপর আবার খাঁরার ঘা রূপে উপস্থিত হয়েছে বাস, মিনিবাস, ট্যাক্সির দাম যেমন ভাবে এখন থেকে যেমন বাস উঠলেই দিতে হবে ৭ টাকা মিনিবাসে উঠলেই দিতে হবে ৮ টাকা ঠিক তেমনই ২৫ টাকা ইতিহাস আগামী সোমবার থেকে ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৩০ টাকা ৷ প্রতি ০.২ কিমিতে (২০০ মিটার) গুনতে হবে ৩ টাকা, তবে শীতাতপ নিয়ন্ত্রিত ট্য়াক্সির ক্ষেত্রে সাধারণ ট্য়ক্সির থেকে ২৫ শতাংশ বেশি টাকা গুনতে হবে আম আদমিকে ৷
বাস, মিনিবাস, ট্যক্সির বর্ধিত ভাড়া কার্যকর হবে সোমবার থেকে ৷ তাই সপ্তাহের শুরুটা সাধারণ মানুষকে কিছুটা ধাক্কা দিয়েই শুরু হবে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : সোমবার থেকে লাগু নয়া বাস ভাড়া, বিজ্ঞপ্তি জারি পরিবহন দফতরের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।