মণ্ডপে বিদ্যুৎ সংযোগ থেকে নদী বাঁধ প্রতিটি বিষয়ে সতর্ক নবান্ন! বৈঠক শেষে জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জেলার প্রতিটি মন্ডপে বিদ্যুৎ সংযোগ নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের। বৃহস্পতিবার, বিভিন্ন জেলার জেলাশাসক, বিদ্যুৎ দফতরের সচিব সহ একাধিক দফতরের সচিবদের নিয়ে মুখ্য সচিবের সঙ্গে একটি জরুরি বৈঠক হয় নবান্নে।
কলকাতা: জেলার প্রতিটি মন্ডপে বিদ্যুৎ সংযোগ নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের। বৃহস্পতিবার, বিভিন্ন জেলার জেলাশাসক, বিদ্যুৎ দফতরের সচিব সহ একাধিক দফতরের সচিবদের নিয়ে মুখ্য সচিবের সঙ্গে একটি জরুরি বৈঠক হয় নবান্নে।
এই বৈঠকে মুখ্যসচিব বলেন, “বিদ্যুতের পোস্ট, মন্ডপে মন্ডপে ইলেক্ট্রিকের চেকিং করতে হবে। প্রয়োজনে রি চেক করতে হবে। যত্রতত্র ইলেকট্রিকের তার যেন পড়ে না থাকে সেদিকে নজর দিতে হবে।প্রয়োজনে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করতে হবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই জেলার পাশাপাশি কলকাতাতেও নজর রাখতে হবে।” জেলাশাসকদের এমনই নির্দেশ দিলেন মুখ্য সচিব।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই নদী বাঁধগুলিতে নজর রাখতে হবে। সেচ দফতরকে নির্দেশ মুখ্য সচিবের। আজ সন্ধ্যেবেলা জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব নবান্নে ভার্চুয়ালি। সেই বৈঠক এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 10:22 PM IST