আপনি কি চা-কফি প্রেমি? তাহলে একবার যেতেই হবে ডি এন এ চায়ের দোকানে

Last Updated:

বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই চোখে পড়বে ডি এন এ চায়ওয়ালার দোকান। হাসপাতাল চত্বরে যত চায়ের দোকান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভিড় সম্ভবত এখানেই।

কলকাতা: বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই চোখে পড়বে ডি এন এ চায়ওয়ালার দোকান। হাসপাতাল চত্বরে যত চায়ের দোকান রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভিড় সম্ভবত এখানেই। তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণদের আড্ডার নয়া ঠেক হয়ে উঠেছে মাত্র নয় মাস আগে খোলা এই চায়ের দোকানটি। অল্প সময়ের মধ্যেই ভালোই জনপ্রিয়তা পেয়েছে এই চায়ের দোকান।
এত ভিড় তার সঙ্গে বিক্রি বাট্টা হওয়ার কারণ মূলত তিনটে। প্রথম, দোকানের মালিক দীনেশের ব্যবহার। চা, বিস্কুট যাই কিনুন না কেন প্রচণ্ড গরমে গলদঘর্ম হয়েও ক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন দীনেশ বাবু। দ্বিতীয়, প্রায় দশ রকমের চা বিক্রি করেন দীনেশ বাবু। আর তিন নম্বরটা সবথেকে আকর্ষনীয়। বিশেষ ভাবে সক্ষম মানুষজন, পুলিশকর্মী, ভারতের বীরযোদ্ধাদের জন্য বিনামূল্যে চা দিয়ে থাকেন তিনি।
advertisement
দোকানের নাম ডিএনএ দিয়েছেন কেন জানতে চাওয়ায় মালিক দীনেশ ঘোষ জানালেন, 'বাবা, মা আর আমার নামের প্রথম অক্ষর দিয়ে দোকানের নাম রেখেছি। ছোটবেলা থেকে বাবা মাকে প্রচুর লড়াই করতে দেখেছি। সেই কারণে তাঁদের এই সম্মান দেওয়া।
advertisement
হাসপাতালের পাশে দোকান হওয়ায় সারাক্ষণই স্বাস্থ্যকর্মীদের ভিড় লেগে থাকে। কিন্তু, তাঁদের থেকে এক পয়সাও চায়ের দাম নেন না দীনেশ। জানালেন, 'ছোটবেলা থেকে মাকে দেখেছি দুঃস্থ এবং অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে। সংসারের দায়িত্ব সামলে মা কোনও সময় দুঃস্থ বাচ্চাদের খাওয়াতেন, অসহায় মানুষদের জামা কাপড় দান করতেন। ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের গল্প শুনেছি মায়ের মুখে। দোকান খোলার সময় সেই ভাবনা থেকেই এই সমস্ত অফার রেখেছি।'
advertisement
কলেজ পর্যন্ত পড়াশোনা করেছেন দীনেশ বাবু। চায়ের দোকান খোলার আগে কাজ করেছেন বিভিন্ন জায়গায়। তন্দুর চা, কেশর চা, চকলেট চা, কাজু বাদাম চা থেকে শুরু করে দোকানের মেনুতে রয়েছে প্রায় ছয় ধরনের কফি। জানা গেল, এর আগে কাজের সূত্রে দিল্লিতে ছিলেন। সেখান থেকেই শিখেছেন রকমারি চা বানানো। দোকানের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে চায়ের ওপর রয়েছে ৫০ শতাংশ ছাড়।
advertisement
আরও পড়ুনঃ Kuntal Ghosh: জোর করে, ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি, বিস্ফোরক কুন্তল
তাছাড়াও অভিনব এক প্রতিযোগিতার কথা লিখেছেন তিনি। ৩০ মিনিটে যদি কেউ ৩০ কাপ চা খেতে পারেন তাহলে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন দীনেশ বাবু। আজ পর্যন্ত কেউ কি এই চ্যালেঞ্জ নিয়েছে? উত্তর এল, 'একজন একবার ২০ কাপ চা খেয়েছিলেন। আর কেউ চ্যালেঞ্জ নেয়নি এখনও।' তবে ডি এন এ চা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আপনি কি চা-কফি প্রেমি? তাহলে একবার যেতেই হবে ডি এন এ চায়ের দোকানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement