নবরূপে ভারতীয় জাদুঘর, নতুন করে তৈরি হল ৪টি গ্যালারি

File Photo

File Photo

নতুন রূপে কলকাতার ভারতীয় জাদুঘর।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নতুন রূপে কলকাতার ভারতীয় জাদুঘর। পর্যটকদের আকর্ষণের জন্য জাদুঘরে চারটি গ্যালারি নতুন করে তৈরি করা হল। রবীন্দ্র জয়ন্তী থেকে তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে।

    আরও পড়ুন-ট্যাক্সি থেকে অ্যাসিড ছোঁড়ার কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাতের কলকাতায় মেয়েদের নিরাপত্তা

    বোট্যানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্যোগে এই চারটি গ্যালারি তৈরি হয়েছে। কীভাবে প্রাণী তৈরি হয়েছিল, প্রাণীর বিবর্তন কীভাবে হয়েছে। এই সমস্ত কৌতুহলের উত্তর মিলবে এই গ্যালারিতে।

    First published:

    Tags: Indian Museum, Indian Museum Kolkata, New Galleries