Fake DSP: এবার শহরে চার ভুয়ো ডিএসপি! চাকরি দেওয়ার টোপ দিয়ে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ডিএসপি (Fake DSP) পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডের চাকরি দেওয়ার নাম করে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন চার জন।
#কলকাতা: ডিএসপি (Fake DSP) পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডের চাকরি দেওয়ার নাম করে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন চার জন। বউবাজারে অভিযোগ দায়ের হয়। গুন্ডা দমন শাখা গ্রেফতার করে চার অভিযুক্তকে | ধৃতদের নাম, মাসুদ রানা, রবি মুর্মু, শুভ্র নাগ রায় ও পরিতোষ বর্মন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে গুন্ডা দমন শাখার কনস্টেবল ছিলেন রবি মুর্মু। ২০১১ সালে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়। কারণ তাঁর বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ ছিল। ধৃত মাসুদ রানা নিজেকে ডিএসপি বলে পরিচয় দিয়েছিলেন। পুলিশ সুত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে জাল নথি, জাল নিয়োগপত্র, টুপি, বেল্ট ও ১ লক্ষ ৮৫ হাজার টাকা। ধৃত মাসুদ মুর্শিদাবাদের বাসিন্দা। রবি ও শুভ্র যথাক্রমে মালদহ ও গাইঘাটা এবং পরিতোষ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।
advertisement
কিন্তু কীভাবে প্রতারণা করতেন এই ধৃতেরা? ঘটনার সূত্রপাত প্রায় মাস খানেক আগে। গোয়েন্দা সূত্রে খবর, মাসুদ রানা ও তার দলবল চাকরির প্রয়োজনীয়তা রয়েছে এরকম চাকরিপ্রার্থীদের টার্গেট করতো | চাকরিপ্রার্থী সমরেশ মাহাতো ও তাঁর বন্ধুদের রাজ্য পুলিশ হোম গার্ডে চাকরি করে দেবে বলে আশ্বাস দেন তারা। সেই জন্য কারও থেকে ৬ লক্ষ, কারও থেকে ৭ লক্ষ টাকা নেন। এভাবে ৩৫ লক্ষ টাকা তারা হাতিয়ে নেন বলে অভিযোগ।
advertisement
advertisement
এরপরে গত ২৯ জুন এই চাকরি প্রার্থীদের নিয়ে চলে আসেন চাঁদনী চকের একটি গেস্ট হাউসে। তারপর সেখানে চাকরি প্রার্থীদের টুপি, বেল্ট, জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি দেন। কিন্তু কিছু দিন থাকার পরে চাকরি প্রার্থীরা দেখেন, হোটেলে খাবার পাচ্ছেন না। টাকা বাকি থেকে যাচ্ছে। এদিকে চাকরিতে যোগ দেওয়ার তারিখও চলে যাচ্ছে। সন্দেহ হওয়ায় তাঁরা অভিযোগ করেন বৌবাজার থানায়। এরপর গুন্ডা দমন শাখার আধিকারিকরা এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেন।
advertisement
কিন্তু এই চাকরি আবেদনকারীদের সঙ্গে অভিযুক্তদের কী ভাবে পরিচয় হল? গোয়েন্দাদের দাবি, পরিতোষ ও সমরেশ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এই পরিতোষই সমরেশের সঙ্গে পরিচয় করায় বাকিদের। পরিতোষ জানান, তার চেনা জানা অফিসার আছে, যিনি হোম গার্ডের চাকরি পাইয়ে দেবেন। এরপর একে একে ডিএসপি ভুয়ো পরিচয় দেন মাসুদ রানা, রবি মুর্মু, শুভ্র নাগ। এরা দাবি করেন, একাধিক বড় আধিকারিকদের সঙ্গে তাদের চেনা জানা আছে।
advertisement
রবি যেহেতু এক সময় কলকাতা পুলিশে গুন্ডা দমন শাখার কনস্টেবল ছিলেন, তিনি পুলিশের আদব কায়দা সম্পর্কে অবহিত ছিলেন। গোয়েন্দাদের দাবি এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে |
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2021 9:00 PM IST