CAA-এর বিরোধিতা করতে রাবণ বধ করলো ফরওয়ার্ড ব্লক

Last Updated:

শনিবার যোগাযোগ ভবনের সামনে CAA-র কপি পোড়াল সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে রাবণের মূর্তিও জ্বালানো হয়।

UJJAL ROY
#কলকাতা: ক্যাবের বিরোধিতা করতে রাবণ বধ করল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগ। শনিবার যোগাযোগ ভবনের সামনে CAA-র কপি পোড়াল সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে রাবণের মূর্তিও জ্বালানো হয়। রাবণের দশ মাথার জায়গায় বিজেপি নেতৃত্বের ছবি দিয়ে প্রতীকী রাবণ বানানো হয় ৷
কিন্তু রাবণ কেন? সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাবণ আমাদের দেশে খলনায়ক হিসেবে পরিচিত। বিজেপি নেতৃত্বও এখন দেশের খলনায়কের ভূমিকায়। তাঁরাই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। মানুষ যেমন রাবণের থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিল, ঠিক তেমনই এখন দেশের মানুষ বিজেপির থেকে নিষ্কৃতি পেতে চাইছে। তাই রাবণের মতো বিজেপি নেতৃত্বের প্রতীকী কুশ পুত্তলিকা জ্বালানো হল ৷
advertisement
advertisement
'জয় শ্রী রাম' কে কার্যত রাজনৈতিক শ্লোগান হিসেবেই ব্যবহার করে বিজেপি নেতা কর্মীরা। রাম মন্দির বানানোর দাবিও তাঁদের দীর্ঘদিনের। ফরওয়ার্ড ব্লক যদিও সেখান থেকে বিপরীত মেরুতেই অবস্থান করে থাকে। কিন্তু ক্যাবকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নিজেদের অস্তিত্ব জানান দিতে রামের ভূমিকায় অবতীর্ণ হতে হল? এ বিষয়ে সুদীপ বন্দোপাধ্যায় বলেন, "রাম কারো ব্যাক্তিগত সম্পত্তি নয়। বিজেপি রামকে হাইজ্যাক করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। আর রাম নয়, এটা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। এই লড়াইতে সব সময় শুভ শক্তিরই জয় হয়েছে। বিজেপি একটা অশুভ শক্তি। রামের মুখোশ পরে মানুষকে বোকা বানাচ্ছে। তাই বিজেপির ওই মুখোশ খুলে দিতে হবে।"
advertisement
রাজনৈতিক মহলের মতে, সাধারণ মানুষ যাতে সহজে তাঁদের কথা বুঝতে পারে, সেই লক্ষ্যে কৌশল বদল করেছে যুবলীগ। সাবেকি প্রচার ছেড়ে নিচু তলার মানুষের কাছে নিজেদের বক্তব্য নিয়ে যেতেই এই উদ্যোগ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA-এর বিরোধিতা করতে রাবণ বধ করলো ফরওয়ার্ড ব্লক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement