পুরসভা নির্বাচনের আগেই ইউটিউব চ্যানেল খুলছে ফরওয়ার্ড ব্লক !

Last Updated:

সোশ্যাল মিডিয়ার স্রোতে এবার গা ভাসাতে চলেছে ফরওয়ার্ড ব্লক। পুরসভার নির্বাচনের আগেই একটি 'ইউটিউব' চ্যানেল খুলতে চায় দল।

#কলকাতা: সোশ্যাল মিডিয়ার স্রোতে এবার গা ভাসাতে চলেছে ফরওয়ার্ড ব্লক। পুরসভার নির্বাচনের আগেই একটি 'ইউটিউব' চ্যানেল খুলতে চায় দল। ভোটের সময়ে যাতে সব অংশের মানুষের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের কাছে যাতে দ্রুত ও সহজে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে খবর। দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'ফ্রন্টের পাশাপাশি দলেরও অনেক বক্তব্য থাকে। তা মানুষকে জানানোর প্রয়োজন থাকে। সেক্ষেত্রে এই চ্যানেল অনেক সহায়ক হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন। তাঁর কাজ নতুন প্রজন্মের জানা উচিত। বিশেষ করে সংখ্যালঘুদের জন্য নেতাজির অবদান তাও অনেক ক্ষেত্রেই মানুষের সামনে আনার প্রয়োজন। নেতাজিই প্রথম সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ চালু করেছিলেন সেক্ষেত্রেও এই মাধ্যম অনেক বেশি কার্যকর হবে।'
শুধুমাত্র নির্বাচন নয়। সারা বছর ধরেই এই চ্যানেল সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। দলের নেতা সুদীপ বন্দোপাধ্যায় বলেন, 'নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নানা মুনি নানা মত। কেউ বলছে গুমনামি বাবা। কেউ বলছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। যে যেরকম ভাবে পারছে তাঁর সম্পর্কে বলে চলেছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই চ্যানেল হলে দলের পক্ষ থেকে যুক্তি এবং তথ্য দিয়ে অবস্থান ব্যাখ্যা করা যাবে। বিজেপি নেতৃত্ব মাঝে মাঝে যেভাবে নেতাজির প্রসঙ্গ টেনে মানুষকে বিভ্রান্ত করে থাকেন এই চ্যানেলের মাধ্যমে  আসল তথ্য মানুষের সামনে তুলে ধরা যাবে। আসলে নেতাজি ওদের কতটা বিরোধী ছিলেন।' এছাড়ারও দলের কর্মসূচি। কর্মী সমর্থকদের বার্তা দেওয়ার কাজেও এই চ্যানেল বড় ভূমিকা পালন করবে বলে আশা দলীয় নেতৃত্বের।
advertisement
শুধুমাত্র সাবেকি মিডিয়ার ভরসায় না থেকে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ব্যবহার করাতে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ রাজনৈতিক দলগুলি। বেশকয়েকটি রাজনৈতিক দল রীতিমতো পেশাদার কর্মী নিয়োগ করে অথবা কোনও সংস্থাকে দিয়ে এই কাজ করাচ্ছে।প্রত্যেকটি রাজনৈতিক দলের পাশাপাশি নেতাদেরও ব্যক্তিগত এখন একাধিক সামাজিক মাধ্যম রয়েছে। ফেসবুক, ট্যুইটার, ইউটিউব এর মতন সোশ্যাল মিডিয়াতে তাঁরা নিজেদের বক্তব্যও পেশ করে থাকেন। রাজ্যে বিজেপি, তৃণমূলের পাশাপাশি সিপিএম ও বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে কাজ করে চলেছে। এবার ফরওয়ার্ড ব্লকের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সুদীপ বন্দোপাধ্যায়ের মতে, 'সস্তায় পুষ্টিকর এই মাধ্যম দলের পাশাশাশি সাধারণ মানুষেরও অনেক কাজে লাগবে।'
advertisement
advertisement
UJJAL ROY 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরসভা নির্বাচনের আগেই ইউটিউব চ্যানেল খুলছে ফরওয়ার্ড ব্লক !
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement