দুর্ঘটনাতেই মাঝেরহাট ব্রিজ বিপর্যয়, নকশায় ত্রুটি ছিল না ! উল্লেখ ফরেনসিক রিপোর্টে

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে ফরেনসিকের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার তত্ত্বই জোরালো। রিপোর্টে আরও উল্লেখ, ব্রিজে মিডল স্ট্রাকচার ফেলিওর ধরা পড়েছে। তবে নকশায় কোনও ত্রুটি ছিল না।

    ৪ সেপ্টেম্বর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। প্রাণ যায় তিনজনের। ব্রিজ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে নামে ফরেনসিক টিম। তিন বার দুর্ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেইসব নমুনা পাঠানো হয় ল্যাবরেটরিতে। তারই প্রাথমিক রিপোর্ট এসেছে। সূত্রের খবর,---দুর্ঘটনাতেই ব্রিজ ভেঙেছে-ব্রিজটি মাঝখান থেকে ভেঙে দু’দিকের পিলার থেকে সরে আসে-ব্রিজে মিডল স্ট্রাকচার ফেলিওর ধরা পড়েছে, তবে নকশায় কোনও গলদ ছিল না
    রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে,---১৮ বছর আগে ট্রাম চলাচল বন্ধ হয়েছে অথচ ব্রিজ থেকে ট্রাম লাইন তোলা হয়নি-তার উপর দিয়েই বিটুমিনের প্রলেপ পড়ে-ব্রিজের দক্ষিণ দিকের পিলার থেকে ১০ ফুট দূরে চক্ররেলের লাইন-ব্রিজের পাশে চলছিল মেট্রোর কাজ

    ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, ব্রিজের ওজন বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে।

    First published:

    Tags: Forenseic report, Kolkata, Majherhat Bridge