West Bengal Municipal Corporation Election 2022: কড়া নিরাপত্তার চাদরে মোড়া বিধাননগর, বাড়ল বাহিনী

Last Updated:

West Bengal Municipal Corporation Election 2022: এ ছাড়া ডিপি সিং শিলিগুড়ি, আসানসোল সঞ্জয় সিং, চন্দননগরে সুনীল চৌধুরী যিনি এখন আইজি বাঁকুড়া রেঞ্জ, বিশেষ দায়িত্বে থাকবেন বাকি তিনটি পুরো নিগমের।


 মাদুরাই জেলার সোঝাবন্ধনে মা ভালিমাইল এবং তার ছেলে মা মারুথুপান্ডিয়ান যথাক্রমে ১৩ এবং ৪ ওয়ার্ড থেকে জিতেছেন। দুজনেই ছিলেন স্বতন্ত্র। একই জেলার আলঙ্গানাল্লুরে  ডিএমকে মনোনীত প্রার্থী জি এল রেণুকা ঈশ্বরী এবং তাঁর স্বামী রা গোবিন্দরাজ যথাক্রমে ৪ এবং ৫ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন।
মাদুরাই জেলার সোঝাবন্ধনে মা ভালিমাইল এবং তার ছেলে মা মারুথুপান্ডিয়ান যথাক্রমে ১৩ এবং ৪ ওয়ার্ড থেকে জিতেছেন। দুজনেই ছিলেন স্বতন্ত্র। একই জেলার আলঙ্গানাল্লুরে ডিএমকে মনোনীত প্রার্থী জি এল রেণুকা ঈশ্বরী এবং তাঁর স্বামী রা গোবিন্দরাজ যথাক্রমে ৪ এবং ৫ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন।
#কলকাতা: রাত পোহালেই নির্বাচন (West Bengal Municipal Corporation Election 2022)। আর সেই কারণেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাই-ভোল্টেজ নির্বাচনী কেন্দ্র বিধাননগর (West Bengal Municipal Corporation Election 2022)। কমিশন সূত্রে খবর, বিধাননগর পুরভোটকে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুলিশকর্তা জ্ঞানবন্ত সিংকে বিশেষ বিশেষ দায়িত্ব রাখা হচ্ছে বিধাননগর-সহ চারটি পুর নিগমে। ইআরএফ ও এসটিএফ বাহিনী মোতায়েন করা হবে বিধাননগরে। ফোর্স বাড়িয়ে সাড়ে চার হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। আইজি সিআইডি আনন্দ কুমারকে বিশেষ দায়িত্বে রাখা হচ্ছে বিধাননগরে। তিনি বিধাননগরের সিপিকে সহযোগিতা করবেন। আজ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বিধাননগরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন।
এ ছাড়া ডিপি সিং শিলিগুড়ি, আসানসোল সঞ্জয় সিং, চন্দননগরে সুনীল চৌধুরী যিনি এখন আইজি বাঁকুড়া রেঞ্জ, বিশেষ দায়িত্বে থাকবেন বাকি তিনটি পুরো নিগমের। এদিকে বিধাননগর নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে বসে প্রশাসন। নবান্নে আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্য সচিব। ডিজি এডিজি আইন-শৃঙ্খলা, বিধাননগরের সিপি, ব্যারাকপুর এর সিপি, এডিজি সিআইডি সঙ্গে বৈঠক হয়। আগামী কালকের বিধান নগর পুর নিগমের ভোটের রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন - শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেকও
বিধাননগর-সহ বাকি তিনটি পুরনিগমের ভোট নিয়ে ইতিমধ্যে তেতে রয়েছে রাজ্য রাজনীতি। যাতে সুষ্ঠ ভাবে নির্বাচন করা যায়, তার কসুর করছে না প্রশাসন। সতর্ক প্রশাসন চাইছে যেন কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Corporation Election 2022: কড়া নিরাপত্তার চাদরে মোড়া বিধাননগর, বাড়ল বাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement