#কলকাতা: কলেজের নিরাপত্তাকর্মীকে বহিষ্কারের ঘটনায় অশান্তি ক্রমেই বাড়ছে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে ৷ গতকাল, মঙ্গলবারই অধ্যক্ষকে ঘেরাও করে পড়ুয়ারা ৷ সংবাদমাধ্যকেও কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল ৷ আজ, বুধবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷ নিরাপত্তার কারণে বন্ধ হল কলেজ ৷
মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়ায় চারুচন্দ্র কলেজে ৷ অবস্থানে বিক্ষোভে বসেছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপকরা ৷ তাঁদের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়ারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ জানিয়েছিলেন অধ্যাপকরা ৷ আজ, বুধবার শেষপর্যন্ত অবস্থান বিক্ষোভ তুলে নেন অধ্যাপকরা ৷ তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল চারুচন্দ্র কলেজ ৷ কলেজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ৷ পরিচালন সমিতির সভাপতির কাছে এটাই আর্জি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের ৷ গতকাল গোটা রাত অবস্থান বিক্ষোভ ছিলেন অধ্যাপকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।