Gas Price Hike: রাস্তায় জ্বলছে প্রতীকী গ্যাস সিলিন্ডার, কেন্দ্রের বিরুদ্ধে রাজপথে মিছিল

Last Updated:

Gas Price Hike: গ্যাসের দাম বাড়ায় কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাল এসইউসিআই।

প্রতিবাদ মিছিল
প্রতিবাদ মিছিল
#কলকাতা: ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে। আর এরই প্রতিবাদে রাস্তায় নেমেছে এসইউসিআই। শনিবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয় দলের পক্ষ থেকে। ধর্মতলা মোড়ে পথ অবরোধ করা হয়। শেষে কাগজের তৈরি প্রতীকী গ্যাস সিলিন্ডার পোড়ানো হয় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। দলীয় নেতৃত্বের হুঁশিয়ারি রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। না হলে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন করা হবে। যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে আন্দোলন জারি থাকবে।
পেট্রোল ডিজেল সহ জ্বালানির দাম বাড়ায় এমনিতেই বেড়ে চলেছে জিনিসের দাম। এর উপর রান্নার গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এমন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসইউসির পক্ষ থেকে। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নবেন্দু পাল বলেন, "কেন্দ্রের মোদী সরকার বারবার রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে। রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকায় পৌঁছল। পেট্রোল ডিজেলের দাম অগ্নিমূল্য। সব জিনিসেরই দাম বাড়ছে। মানুষের জীবন জেরবার হয়ে যাচ্ছে। তারপর যদি ৫০ টাকা গ্যাসের দাম বাড়ে তাহলে মানুষ কোথায় দাঁড়াবে। মানুষ দিশেহারা হয়ে দাঁড়াচ্ছে। কাজ নেই বেকারত্ব চূড়ান্ত জায়গায় গেছে। মানুষের ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমছে। মানুষকে কোনও কাজ দিতে পারছে না। ছাঁটাই হচ্ছে। বিলগ্নিকরণ হচ্ছে। শ্রমজীবী মানুষ নিষ্পেষিত অবস্থায় রয়েছে। সেই সময় ৫০ টাকা বাড়ানো মরার উপর খাঁড়ার ঘায়ের মতো হলো। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আজকে। গোটা দেশে নেমেছি, রাজ্যে নেমেছি সেইরকম কলকাতাতেও নেমেছি। আমরা গ্যাসের দাম প্রত্যাহার করতে বলছি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।"
advertisement
advertisement
এরই পাশাপাশি সিপিএমের তরফ থেকেও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পেট্রোপণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। এটা ভয়াবহ। সব জিনিসের দাম বাড়বে। মধ্যবিত্তের পকেট ফাঁকা হবে। মোদী সরকার আসার পর রান্নার গ্যাসের দাম আড়াইগুন বেড়েছে। হাজার প্লাস। পেট্রোল ডিজেল দ্বিগুনের বেশি হয়েছে। কেরসিনের দাম পাঁচ গুন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বরং ২০ শতাংশ দাম কমেছে। কতো লাভ চায়? কতো ট্যাক্স? দিল্লির সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাঁদের বেঁচে থাকার অধিকারকে বিপজ্জনক করে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। এটা কখনোই চলতে পারে না। বিজেপি নেতারা মানুষের কাছে উত্তর দিন। আচ্ছে দিন মানে কি এটা?"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gas Price Hike: রাস্তায় জ্বলছে প্রতীকী গ্যাস সিলিন্ডার, কেন্দ্রের বিরুদ্ধে রাজপথে মিছিল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement