#কলকাতা: ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসেলে। আর এরই প্রতিবাদে রাস্তায় নেমেছে এসইউসিআই। শনিবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয় দলের পক্ষ থেকে। ধর্মতলা মোড়ে পথ অবরোধ করা হয়। শেষে কাগজের তৈরি প্রতীকী গ্যাস সিলিন্ডার পোড়ানো হয় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। দলীয় নেতৃত্বের হুঁশিয়ারি রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। না হলে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন করা হবে। যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হবে আন্দোলন জারি থাকবে।
আরও পড়ুন: কোথায় হচ্ছে ঘূর্ণিঝড় অশনি-র ল্যান্ডফল? ক্ষতবিক্ষত হবে বাংলাও? হাওয়া অফিসের বড় খবর!
এরই পাশাপাশি সিপিএমের তরফ থেকেও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "পেট্রোপণ্যের দাম আকাশচুম্বী হচ্ছে। এটা ভয়াবহ। সব জিনিসের দাম বাড়বে। মধ্যবিত্তের পকেট ফাঁকা হবে। মোদী সরকার আসার পর রান্নার গ্যাসের দাম আড়াইগুন বেড়েছে। হাজার প্লাস। পেট্রোল ডিজেল দ্বিগুনের বেশি হয়েছে। কেরসিনের দাম পাঁচ গুন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বরং ২০ শতাংশ দাম কমেছে। কতো লাভ চায়? কতো ট্যাক্স? দিল্লির সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাঁদের বেঁচে থাকার অধিকারকে বিপজ্জনক করে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। এটা কখনোই চলতে পারে না। বিজেপি নেতারা মানুষের কাছে উত্তর দিন। আচ্ছে দিন মানে কি এটা?"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG Gas Price, SUCI