Fake Vaccination: দেবাঞ্জন কাণ্ডের জের, আজ রাজ্যে বন্ধ সমস্ত বেসরকারি টিকাকরণ ক্যাম্প!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Fake Vaccination: দেবাঞ্জন দেবের ঘটনার পর এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে স্বাস্থ্য দফতরের কর্তারা। তাই সোমবার বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত বেসরকারি টিকাকরণ ক্যাম্প।
#কলকাতা: কসবা টিকা জালিয়াতির মূল পাণ্ডা ভুয়ো IAS দেবাঞ্জন দেবের গ্রেফতারির পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। কোনওভাবেই যাতে আর রাজ্যের মানুষ টিকা জালিয়াতির শিকার না হন, তার জন্য রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এইচকে দ্বিবেদী। শুধু তাই নয়, দেবাঞ্জন দেবের ঘটনার পর এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে স্বাস্থ্য দফতরের কর্তারা। তাই সোমবার বন্ধ রাখা হয়েছে রাজ্যের সমস্ত বেসরকারি টিকাকরণ ক্যাম্প। শুধুমাত্র সরকারি ও বেসরকারি হাসপাতালে এদিন দেওয়া হচ্ছে টিকা। ফলে বহু জায়গায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিনেশন সেন্টারগুলি রাজ্য সরকারের হোক বা বেসরকারিভাবে চালানো হোক, সমস্ত টিকা কেন্দ্রগুলিকেই প্রশাসন অনুমোদিত হতে হবে। টিকা কেন্দ্রগুলিকে অনুমোদিত সিভিসি নম্বর ও এবং বাধ্যতামূলকভাবে 'cowin' সফটওয়্যার ব্যবহার করতে হবে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, যে ভ্যাকসিনগুলি সাধারণ মানুষকে দেওয়া হবে, সেগুলির নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপায়েরি লিখতে হবে।
advertisement
ইতিমধ্যেই নবান্নের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সব মিউনিসিপ্যালিটি গুলিকে যাতে এ বিষয়ে দ্রুত সতর্ক করা হয়। অর্থাৎ, দেবাঞ্জন কাণ্ডের পর সরকারি হোক বা বেসরকারি উদ্যোগ, সকলকেই টিকা দেওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রটোকল মানতে হবে, তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।
advertisement
জানা গিয়েছে, স্বাস্থ্যসচিব এই মর্মে একটি বিস্তারিত অ্যাডভাইজারি শীঘ্রই জারি করতে পারেন। সোমবার স্বাস্থ্য কর্তারা বৈঠকে বসেই সেই অ্যাডভাইজারির পূর্ণাঙ্গ রূপ তৈরি করতে পারেন। নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিব এইচকে দ্বিবেদী জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কড়া হাতে টিকা জালিয়াতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না হয়, তার জন্য কড়া নজরদারির কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মনোভাবের পরই ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেব সহ চার জনের বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে পুলিশ৷ আদালত পুলিশের এই আবেদন মঞ্জুরও করেছে৷ ভুয়ো টিকা কাণ্ডের মূল মাথা দেবাঞ্জন দেব ছাড়াও তার তিন সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ৷ প্রত্যেকের বিরুদ্ধেই অন্যান্য একাধিক ধারার সঙ্গে ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 10:37 AM IST