• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • তৃণমূলের দুই কাউন্সিলরের কাজিয়া, বাঙুরে বন্ধ খাদ্য মেলা

তৃণমূলের দুই কাউন্সিলরের কাজিয়া, বাঙুরে বন্ধ খাদ্য মেলা

Representative Image

Representative Image

তৃণমূলের দুই কাউন্সিলরের কাজিয়া, বাঙুরে বন্ধ খাদ্য মেলা

 • Share this:

   #কলকাতা: দুই তৃণমূল কাউন্সিলেরর কাজিয়া। তার জেরে লেকটাউনের বাঙুরে খাদ্য মেলা বন্ধ হয়ে গেল। অভিযোগ স্থানীয় কাউন্সিলরের অনুমতি না নিয়ে অন্য ওয়ার্ডের এক কাউন্সিলর মেলার আয়োজন করেন। তার ফলে অপর কাউন্সিলর মেলা বন্ধ করে দেন। শাসক দলের শীর্ষ নেতৃত্ব অবশ্য এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে।

  আগামী ১২ এপ্রিল দক্ষিণ দমদম পুরসভার বাঙুর এ ব্লকে খাদ্য মেলা হওয়ার কথা। তার প্রস্তুতিতে মঙ্গলবার স্টল তৈরি করছিলেন ডেকরেটররা। আচমকাই তাদের কাজ বন্ধ করে দেন স্থানীয় কাউন্সিলর দীপ্তি রায় ও তাঁর অনুগামীরা। এখানেই থামেননি তাঁরা। লেকটাউন থানায় দক্ষিণ দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্যের নামে নালিশও জানান।

  আরও পড়ুন 

  সুপ্রিম কোর্টে ফের ধাক্কা বিজেপির, পঞ্চায়েত ভোটের শুনানির জন্য হাইকোর্টে যেতে নির্দেশ

  ঘাসফুল শিবিরের দুই কাউন্সিলরের এই চাপানউতোর দলীয় নেতৃত্বর অস্বস্তি বাড়িয়েছে। সূত্রের খবর, দুই কাউন্সিলরকে সতর্ক করা হয়েছে। দুই কাউন্সিলরের কাজিয়ায় আপাতত খাদ্য মেলার ভবিষ্যৎ অনিশ্চিত।

  First published: