উন্নয়নমূলক কাজের রিপোর্ট দিতে হবে প্রতি সপ্তাহে... ২৩ জেলার অফিসারদের নজরদারির দায়িত্ব
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যসচিবের নেতৃত্বে ১৩টি দফতরের সচিব-সহ মোট ১৪ জন অফিসারকে নিয়ে এই রাজ্য স্তরের কমিটি গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন এই কমিটিকে বৈঠকে বসতে হবে।
কলকাতা: প্রতি সপ্তাহে রাজ্যের উন্নয়নমূলক কাজের রিভিউ রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। ২৩টি জেলায় ২৩ জন সিনিয়র আইএএস অফিসারকে উন্নয়নমূলক প্রকল্পে নজরদারির দায়িত্ব দেওয়ার পর এবার মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি কমিটি তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, রাজ্যস্তরে এবার স্টেট লেভেল কমিটি তৈরি করা হল রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য। বাংলার বাড়ি, পথশ্রী, আমাদের পাড়া- আমাদের সমাধান-সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে ১৩টি দফতরের সচিব-সহ মোট ১৪ জন অফিসারকে নিয়ে এই রাজ্য স্তরের কমিটি গঠন করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন এই কমিটিকে বৈঠকে বসতে হবে। মুখ্যমন্ত্রীর দফতরে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে উন্নয়নমূলক প্রকল্পের প্রতি সপ্তাহের গতিপ্রকৃতি নিয়ে। এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়।
advertisement
জেলায় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কীভাবে শেষ করা যায়, তা নিয়ে জেলার সঙ্গে সমন্বয়ে সাধন করবেন সিনিয়র আইএএস অফিসাররা। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে কাজের নজরদারি করবেন শান্তনু বসু, পশ্চিম মেদিনীপুর জেলায় মনীশ জৈন, পূর্ব মেদনীপুর জেলায় বিনোদ কুমার, পুরুলিয়া জেলায় সঞ্জয় বানসাল, ঝারগ্রাম জেলায় ছোটেন লামা, বাঁকুড়া জেলার রেশমি কমল, আলিপুরদুয়ার জেলায় কৌশিক ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলায় দুশ্যান্ত নারিয়ালা, দার্জিলিং জেলায় মৌমিতা গোদারা বাসু, কোচবিহার জেলায় রাজেশ কুমার সিনহা, কালিম্পং জেলায় সৌমিত্র মোহন,উত্তর দিনাজপুর জেলায় শুভাঞ্জন দাসকে দায়িত্ব দিল নবান্ন।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি, মালদা জেলায় পি উল গণাথান, মুর্শিদাবাদ জেলায় পিবি সেলিম, দক্ষিণ দিনাজপুর জেলার সুরেন্দ্র গুপ্ত, দক্ষিণ ২৪ পরগনা জেলায় নারায়ন স্বরূপ নিগম, হাওড়ায় অন্তরা আচার্য, নদিয়ায় রাজেশ পাণ্ডে, উত্তর ২৪ পরগনা জেলায় পারভেজ সিদ্দিকী, হুগলি জেলায় বীরভূম জেলায় শরৎ দ্বিবেদী,পূর্ব বর্ধমান জেলায় বন্দনা যাদব এবং পশ্চিম বর্ধমান জেলায় বরুণ কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 8:40 PM IST

