Flyover Accident: ফের মর্মান্তিক দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, মৃত্যু বাবা, মা ও ছেলের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#কলকাতা: ফের ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়লপুলে (Flyover Accident)! মৃত্যু বাবা, মা ও ছেলের। জানা যায়, মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে মোল্লারগেট-এর কাছে রাস্তার উপরে বালি ও পাথর ডাঁই করে রাখা ছিল, সেখানে ধাক্কা খেয়ে বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় তেলের ট্যাংকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে ভিড় সরিয়ে মৃতদেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। এই মর্মান্তিক ঘটনার পর বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল বজবজ ট্রাঙ্ক রোডে (Flyover Accident)।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বরও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। বজবজে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। মারা যান বাবা-মা ও ছোট ছেলে। জানা গিয়েছে, এদিন বাসের ধাক্কায় ৩ বাইক আরোহীরই মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই একবালপুরের বাসিন্দা।
আজ দিনটাই শুরু হয়েছিল হত্যালীলার মধ্যে দিয়ে! ভোরবেলা খড়গপুরে (Kharagpur) ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ৩ বালকের। ছাগলবোঝাই একটি পিক আপ ভ্যান বেপরোয়া গতিতে চালাতে গিয়ে তাদের পিষে দেয়। চিলখানা বসতি এলাকায় পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন একজন। তাকে চিকিৎসার জন্য প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায় । মর্মান্তির ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে খড়গপুর টাউন এলাকা, পিক আপ ভ্যানটিতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 3:22 PM IST