Flood Situation Bengal: প্লাবন পরিস্থিতি রাজ্যে! ৪ জেলায় অবস্থা খতিয়ে দেখতে তৈরি হল বিশেষ টিম, কারা থাকছেন সেই দলে?

Last Updated:

Flood Situation Bengal: বৃষ্টি বাড়তেই ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের প্লাবন পরিস্থিতি। প্লাবিত পরিস্থিতি দেখার জন্য পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি এই চার জেলায় তৈরি করা হল বিশেষ টিম। মঙ্গলবার সেই মর্মে নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব।

প্লাবন পরিস্থিতি রাজ্যে প্রতীকী ছবি
প্লাবন পরিস্থিতি রাজ্যে প্রতীকী ছবি
কলকাতা: বৃষ্টি বাড়তেই ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যের প্লাবন পরিস্থিতি। প্লাবিত পরিস্থিতি দেখার জন্য পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি এই চার জেলায় তৈরি করা হল বিশেষ টিম। মঙ্গলবার সেই মর্মে নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব।
পশ্চিম মেদিনীপুর জেলার জন্য চারজন আইএএস অফিসারকে নিয়ে বিশেষ টিম তৈরি করা হল এই পর্যবেক্ষক দল। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তর নেতৃত্বে এই চারজনের টিম পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন জেলা প্রশাসনকে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানে সচিব পর্যায়ের দুই আইএএস অফিসার, বীরভূমে শিল্প দফতরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার ও হুগলি জেলায় স্কুল শিক্ষা দফতরের সচিবের নেতৃত্বে দুই আইএএস অফিসার কাজ করবে। প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা, ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করা-সহ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এই টিম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় জেলায় থাকবে এই টিম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Flood Situation Bengal: প্লাবন পরিস্থিতি রাজ্যে! ৪ জেলায় অবস্থা খতিয়ে দেখতে তৈরি হল বিশেষ টিম, কারা থাকছেন সেই দলে?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement