অতিরিক্ত ভারবহনের কারণে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি বিমান
Last Updated:
অতিরিক্ত যাত্রীবহনের ফলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৷
#কলকাতা: অতিরিক্ত ভারবহনের ফলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান ৷ ট্যাক্সি বে থেকে রানওয়েতে যাওয়ার সময় পিছলে যায় বিমানের চাকা ৷ কোনওমতে পরিস্থিতি সামলে বিমানটিকে থামাতে সক্ষম হয় পাইলট ৷ তাঁর তৎপরতাতেই সুরক্ষিত বিমানের যাত্রীরা ৷ ঘটনাটি ঘটেছে দমদম বিমানবন্দরে ৷
সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে টেক অফ করার কথা ছিল কলকাতা-সিঙ্গাপুরগামী বিমানটির ৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ 517 বিমানটিতে ১৭৫ জন যাত্রী ছিলেন ৷ টেক অফের আগেই রানওয়েতে যাওয়ার সময় সামনের চাকায় ঘষা খেয়ে পিছলে যায় বিমান ৷ পাইলটের তৎপরতায় বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ৷ বিমানটি রানওয়ের বাইরে চলে গেলেই বড়সড় বিপদ ঘটত ৷
advertisement
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, অতিরিক্ত মালপত্রবহনের কারণেই এমন ঘটনা ৷ নির্দিষ্ট মাত্রার বেশি ওজন হয়ে যাওয়ায় ঘষে যায় বিমানের চাকা ৷ প্রাথমিকভাবে সেখানেই থামিয়ে রাখা হয় বিমানটিকে ৷ এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রানওয়ে ৷ পরে ভোর ৩টে ৫৫ নাগাদ বিমানের দুই যাত্রীকে নামিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ১৭৩ জন যাত্রী নিয়ে পাড়ি দেয় বিমানটি ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2016 11:03 AM IST