Abhishek Banerjee: বিষ খাওয়া শিক্ষিকারা গেলেন অভিষেকের সঙ্গে দেখা করতে! যা ঘটল, অভাবনীয়...

Last Updated:

Abhishek Banerjee: রবিবার ওই পাঁচ শিক্ষিকা পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক।

#কলকাতা: গত ২৪ অগস্ট সল্টলেকে বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ শিক্ষিকা। বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষকদের বিক্ষোভেই ঘটে গিয়েছিল অনভিপ্রেত সেই ঘটনা। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচ-পাঁচজন শিক্ষিকা। সঙ্গে সঙ্গে অসুস্থও হয়ে পড়েছিলেন তাঁরা। পুলিশ পাঁচ জনকেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তাঁরা। এরপরই রবিবার ওই শিক্ষিকারা পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক। পুলিশের তরফ থেকে তাঁদের তা জানানো হয়। এরপরই ওই পাঁচ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। সেখানে কালীঘাট থানার পুলিশ অফিসাররা আজ, শিক্ষক দিবস উপলক্ষ্যে ওই পাঁচ শিক্ষিকাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এক শিক্ষিকা অবশ্য এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে ওই পাঁচ শিক্ষিকা বিষ খেয়েছিলেন, সেই সরকারের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কেন সাক্ষাৎ? ওই শিক্ষিকারা জানিয়েছে, নিজেদের অসুবিধার কথা বলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন তাঁরা। অভিষেকের সঙ্গে দেখা না হলেও তাঁর নির্দেশে পুলিশের তরফে যে ব্যবহার তাঁরা পেলেন, তাতে তাঁরা আপ্লুত বলেই জানিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই পাঁচ শিক্ষিকাই ঐক্য মঞ্চের সদস্যা। শিক্ষকদের এই সংগঠনটি অনেকদিন ধরেই শিক্ষকদের বদলির প্রতিবাদে আন্দোলন করে চলেছেন। এর আগেও নবান্নের সামনে প্রতিবাদ করেছিলেন তাঁরা। এমনকী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও তাঁদের প্রতিবাদ চোখে পড়েছিল। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ ছিল, আন্দোলন করার শাস্তি হিসেবেই এই বদলি করে দেওয়া হয়েছে তাঁদের। এই অভিযোগকে কেন্দ্র করেই বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে বিষ খান ওই পাঁচ শিক্ষিকা। কিন্তু এদিন ওই পাঁচ শিক্ষিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে যে সম্মান পেলেন, তাতে তাঁরা মুগ্ধ হয়ে গিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: বিষ খাওয়া শিক্ষিকারা গেলেন অভিষেকের সঙ্গে দেখা করতে! যা ঘটল, অভাবনীয়...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement