#কলকাতা: কলকাতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। কলকাতা পুরসভায় তৃণমূলের বোর্ড গঠন করা এখন সময়ের অপেক্ষা। আর সেই বোর্ড গঠনের আগেই ভোটের ফলে যখন তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে, তখনই নতুন বোর্ডের কর্মপদ্ধতি নিয়ে বেশ কিছু কথা সাংবাদিকদের জানালেন ফিরহাদ হাকিম। তিনি বললেন, "দেখুন মানুষ আমাদের দু'হাত তুলে আশির্বাদ করেছেন। এত বড় জয় তৃণমূল এর আগে কোনওদিন পায়নি। বিধানসভা ভোটের নিরিখেও আমাদের জয়ের ব্যবধান অনেকটা বেড়েছে। সুতরাং যত বড় জয় হবে, মানুষের প্রতি আরও বেশি করে দায়বদ্ধ হব আমরা। তাঁদের মানুষের প্রত্যাশা পূরণে দিনরাত খাটতে হবে। মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের ধর্ম।"
আরও পড়ুন: জিতে গেলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা, আরও পাঁচ আসনে জয়ী তৃণমূল
নতুন করে বোর্ড গঠনের পর কোন কোন বিষয়ে জোর দেবে তৃণমূল? কোন পথে কাজ করবে তৃণমূল পরিচালিত নতুন বোর্ড? তা নিয়ে ফিরহাদ হাকিম বললেন, "আমাদের মূল কাজ হবে এডিবির কাজ গুলি দ্রুত শেষ করা। দুশো নতুন পাম্প বসানো হবে জল নামানোর জন্য। কলকাতায় বৃষ্টির চরিত্র পাল্টেছে অনেকটাই, সেই অনুসারে পুরো বিষয়টি পরিকল্পনা করতে হবে। বিশেষজ্ঞদের নিয়ে এসে ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থার উন্নতি করা। কলকাতায় দূষণ কমানোও আমাদের অনেক বড় চ্যালেঞ্জ। এ ছাড়া একটা অন্যতম বিষয় আমরা নতুন বোর্ডের উপর দায়িত্ব দেব।"
এ ছাড়াও একটি নতুন বিষয়ের কথা ঘোষণা করলেন ফিরহাদ। তিনি বললেন, "যে বোর্ডই আসুক, আমরা বছরে এক বার করে রিপোর্ট কার্ড জমা দেওয়ার কথা বলব। রিপোর্ট কার্ড দিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে, এক বছরে কী কী কাজের লক্ষ্যে আমরা এগিয়ে গেলাম, কী কী কাজ করলাম, এর একটি রিপোর্ট মানুষের সামনে পেশ করতে হবে, প্রমাণ দিতে হবে মানুষের কাছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।