Firhad Hakim challenges Sukanta Mazumdar: ২৪-এ রাজ্যে ২৫ আসনে জয়ের দাবি সুকান্তর, কান ধরে ওঠবসের চ্যালেঞ্জ ফিরহাদের

Last Updated:

দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই বিজেপি রাজ্য সভাপতি ভোকাল টনিক দিয়েছেন। মত রাজনৈতিক মহলের।

সুকান্তকে চ্যালেঞ্জ ফিরহাদের৷
সুকান্তকে চ্যালেঞ্জ ফিরহাদের৷
#কলকাতা: চব্বিশের ভোট ঘিরে বাইশে গরম বঙ্গ রাজনীতি। আসন্ন লোকসভা ভোটে বঙ্গে বিজেপি অন্তত পঁচিশটি আসন পাবেই। এমনই দাবি বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।  নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুকান্তর এই দাবি ঘিরে তরজা তুঙ্গে।
বিজেপি-র রাজ্য সভপতি সুকান্ত মজুমদারের দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে পঁচিশের বেশি আসনে জিতবে দল। পাল্টা ফিরহাদ হাকিমের প্রশ্ন, 'না পেলে? উনি কি কান ধরে ওঠবস করবেন?' পরিবহণমন্ত্রীর আরও চ্যালেঞ্জ, 'বিজেপি যদি পঁচিশ আসন পায় আমি কান ধরে ওঠবস করতে রাজি আছি।' ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, 'লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় এক থেকে দু'টি আসনের বেশি পাবে না৷ আমরা সেটাকে শূন্যয় নামানোর চেষ্টা করছি৷'
advertisement
advertisement
সুকান্ত মজুমদার অবশ্য আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন৷ তাঁর কথায়, 'ভদ্রলোকের এক কথা৷ লোকসভায় পঁচিশের বেশি আসনে জিতব যখন বলেছি, জিতবই৷'
একুশের বিধানসভা নির্বাচনের আগেও বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল একাধিক স্লোগান। অমিত শাহ থেকে শুরু করে গেরুয়া শিবিরের নেতাদের মুখে মুখে স্লোগান ছিল,'অব কি বার, দোশো পার৷'  দুশোর টার্গেট নিয়ে শুরু হওয়া লড়াই শেষ সাতাত্তরে। পদ্মে বঙ্গজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়। চব্বিশের আগে ফিরল একুশের প্রসঙ্গও।
advertisement
তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শান্তনু সেনের কথায়, 'অমিত শাহের কথার পরিবর্তন হয়ে দুশো পার তো পরের কথা, সাতাত্তর। কমতে কমতে সত্তর। পঁচিশ আসনে প্রার্থী দিতে পারবে তো?' প্রশ্ন তোলেন শান্তনু।
চব্বিশের মহারণ ঘিরে এ ভাবেই চড়ছে রাজনীতির উত্তাপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ রাজ্যে কার্যত বেসামাল অবস্থা বিজেপির। দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই বিজেপি রাজ্য সভাপতি ভোকাল টনিক দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim challenges Sukanta Mazumdar: ২৪-এ রাজ্যে ২৫ আসনে জয়ের দাবি সুকান্তর, কান ধরে ওঠবসের চ্যালেঞ্জ ফিরহাদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement