Firhad Hakim: হঠাৎ কার কথা মনে পড়ল ফিরহাদের? চেতলায় কাছে তিনি নেতা নন, শুধুই 'ববি দা'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Firhad Hakim: ইদের সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম স্মৃতিচারণ করলেন হারিয়ে যাওয়া বন্ধুদের কথা।
কলকাতা: এক সময়কার দলপতি এখন মন্ত্রী। যদিও দলপতি বলতেই তিনি একটু নারাজ হলেন। সত্যি তো তিনি দলপতি। চেতলার আনাচে কানাচে তিনি সবাইয়ের ববি দা। এই পরিচয় টুকু এখনও তাকে চেতলার ছেলে বলে পরিচয় বহন করায়। যদিও এখন তাঁকে রাজ্য চেনে কলকাতার মেয়র , মন্ত্রী ফিরহাদ হাকিম নামে। জীবনের শুরুতে কোনো দিন তিনি ভাবেননি,কাউন্সিলর কিংবা মন্ত্রী হবেন। সঙ্গবদ্ধ জীবন, পাড়ার ছেলেদের সঙ্গে হুল্লোড়। মানুষের আপদে বিপদে দাঁড়ানো থেকেই তাকে যেন সামাজিক দায়িত্বপালনে পটু করে তুলেছিল।
কেউ হাসপাতালে ভর্তি হতে পারছে না, তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হাসপাতালের সুপারকে অনুনয় বিনয় করে ভর্তি করানো থেকে পাড়ার যে কোনও কাজে 'ববি দা', সেই কারণে তিনি চেতলা এলাকায় ববিদা বলেই পরিচিত। শনিবার ইদের দিনের সকালে পুরনো সিক্ত স্মৃতি গুলো যেন মন ভিজিয়েছিল ববিদা-র। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই যে তার শুধু খারাপ দিকগুলো থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব হলেই যে, তিনি শুধুই খারাপ হবেন।সেটা কোনো ভাবে মানতে নারাজ ববিদা।
advertisement
advertisement
তিনি দাবি করেন, প্রত্যেকটা রাজনৈতিক নেতার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, মনের ভেতরে বাৎসল্যতা থেকে আরম্ভ করে সমস্ত স্নেহ আঙ্গিক ঘোরাফেরা করে। যখন অন্য কিছু চর্চায় চলে আসে, তখন যে তিনি ব্যথিত হন, সেটা বোঝালেন। তবে ইদের দিনের সকালের মন্ত্রী ফিরহাদ হাকিম সবার সঙ্গে ফিরে গিয়েছিলেন ঠিক যুবক কালের আঙিনায়। যে সময় রাজনৈতিক নেতা হওয়ার ইচ্ছে ছিল না। শুধু মানুষের কাছে যাওয়ার ইচ্ছা ছিল।
advertisement
ইদের দিনে সবার কাছে যেমন আশীর্বাদ চাইলেন, তেমনই সবার শুভ কামনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।একবারও বলতে ভুললেন না, হারিয়ে যাওয়া বন্ধু, রাজনৈতিক বন্ধুদের কথা। তবে মানবিকতা হারিয়ে বাণিজ্যিক মন হয়েছে মানুষের। তড়িৎ গতির সিদ্ধান্তর বদলে বিবেচনাধীন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2023 12:25 PM IST