বাজি থেকে ঘটতেই পারে দুর্ঘটনা, এই সতর্কতাগুলি নিতে তাই ভুলবেন না...

Last Updated:

বিভিন্ন বাজি থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবসময়েই থাকে ৷ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের প্রয়োজন ৷

#কলকাতা: দীপাবলী মানেই আলোর উৎসব ৷ আর এই উৎসব সেলিব্রেশনে একটা জিনিস না হলেই নয় ৷ সেটা হল বাজি ৷ রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ হলেও বিভিন্ন বাজি থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবসময়েই থাকে ৷ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের প্রয়োজন ৷ কারণ বাজি ফাটানোর ব্যাপারে শিশুদের মধ্যেই আগ্রহ সবচেয়ে বেশি থাকে ৷ তাই সামান্য অসতর্কতার জন্য অনেকসময়েই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ তুবড়ি বা রংমশাল ফেটে অনেকসময় চোখের গ্লোব ব়্যাপচার ফেটে দৃষ্টিশক্তিও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই যে কোনও ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কিছু বিষয় অবশ্যই মনে রাখুন ৷
বাচ্চাদের হাতে বেশি বাজি না দেওয়াই ভাল ৷  শিশুরা যেন একা একা বাজি না ফাটায় ৷ পাশাপাশি  বাচ্চাদের বাজি হাতে করে ফাটাতে দেবেন না৷  চোখ থেকে সবসময় দূরত্ব বজায় রেখে বাজি ফাটান ৷ বাজি ফাটানোর সময় কাছাকাছি এক বালতি জল রেখে দিন৷ চোখে বারুদ ছিটকে  লাগলে প্রথমে ঠান্ডা জল দিতে হবে৷ বাজির ধোঁয়া চোখে ঢুকে গেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে আরাম হবে ৷ বারুদ জাতীয় দ্রব্য ধরার পর অবশ্যই হাত ধুয়ে নিতে হবে৷ যাদের চোখে পাওয়ার নেই, তাঁরা চোখ বাঁচাতে পাওয়ার ছাড়া চশমা পরতে পারেন৷ বাজির মশলা ঢুকে চোখে যন্ত্রণা, অস্বস্তি অথবা যে কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন৷ দেরি হলে বিপদের সম্ভাবনা থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজি থেকে ঘটতেই পারে দুর্ঘটনা, এই সতর্কতাগুলি নিতে তাই ভুলবেন না...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement