Kolkata fire: ফের কলকাতায় আগুন, বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Last Updated:

Kolkata fire: ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। মঙ্গলবার বিকেলে বড়বাজারের ঘিঞ্জি এলাকা মেহতা বিল্ডিংয়ে আগুন লাগে। ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

আবার কলকাতায় আগুন।
আবার কলকাতায় আগুন।
কলকাতা: ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। মঙ্গলবার বিকেলে বড়বাজারের ঘিঞ্জি এলাকা মেহতা বিল্ডিংয়ে আগুন লাগে। ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই সেখানে এসে উপস্থিত হয় দমকল বাহিনী।
জানা গিয়েছে মেহতা বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছয়, পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। মেহতা বিল্ডিংয়ের চারতলায় ওষুধের দোকান রয়েছে। তা ছাড়াও বৈদ্যুতিন সরঞ্জাম এবং রাসায়নিকের দোকান রয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। দমকলের মোট ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
advertisement
advertisement
গত দু’সপ্তাহে এই নিয়ে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। গত ১৪ জুন অ্যাক্রোপলিস মলের তিনতলায় আগুন লাগে, পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। ঘটনাস্থলে আটকেও পড়েন কয়েক জন। সেই থেকে এখনও সম্পূর্ণ ভাবে খোলেনি অ্যাক্রোপলিস মল। এ ছাড়াও এই দু’সপ্তাহের মধ্যেই এক দিন ক্যামাক স্ট্রিটের একটি রেস্তরাঁয় এবং অন্য দিন র্স্টিন প্লেসের পুরনো বাড়িতে আগুন লেগেছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata fire: ফের কলকাতায় আগুন, বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement