হোম /খবর /কলকাতা /
এক্সাইড মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, টায়ারের দোকানের আগুনে আটকে ৩

Exide Fire: এক্সাইড মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, টায়ারের দোকানের আগুনে আটকে ৩

আগুন লাগায় শো রুমের মধ্যে আটকে পড়েন তিন জন। আগুন থেকে বাঁচতে ২ জনকে ছাদে পাঠিয়ে দেওয়া হয়। পরে অবশ্য উদ্ধার করা হয় একজনকে। অন্যজন উপরেই থাকেন, তবে তিনি নিরাপদে ছিলেন বলেই খবর

  • Share this:

কলকাতা: রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে এক টায়ারের শো রুমে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণ করতে দ্রুত এলাকায় পৌঁছয় ৪টি ইঞ্জিন পৌঁছয়। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সপ্তাহের প্রথম দিন শহরের ব্যস্ততম জায়গায় এই ভাবে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন অফিস যাত্রী থেকে শুরু করে পথচারীরা।

আগুন লাগায় শো রুমের মধ্যে আটকে পড়েন তিন জন। আগুন থেকে বাঁচতে ২ জনকে ছাদে পাঠিয়ে দেওয়া হয়। পরে অবশ্য উদ্ধার করা হয় একজনকে। অন্যজন ছাদেই থাকেন, তবে তিনি নিরাপদে ছিলেন বলেই খবর।

আরও পড়ুন: সামনেই নির্বাচন, মানিক সাহার প্রচারে পানীয় জলের সমাধানে জোর

দমকলের ইঞ্জিন দ্রুত পৌঁছনোর পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, কিছু কিছু জায়গায় পকেট ফায়ার থেকে গিয়েছিল বলে খবর। কুলিং প্রসেসও শুরু হয় কিছুক্ষণের মধ্যে।

তবে কী ভাবে এই আগুন লেগেছে তা এখনও বুঝতে পারেননি দমকলকর্মীরা।

Published by:Satabdi Adhikary
First published: