Kolkata News: ভোররাতে জ্বলে উঠল চাঁদনি, ভয়ঙ্কর বিপদ থেকে সরানো হল বাসিন্দাদের!
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: কাপড়ের দোকানে ঘরের সজ্জার জন্য পর্দা বিক্রি হত অনেকদিন ধরেই, দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই দোকানে।
#কলকাতা: শুক্রবার ভোরের দিকে চাঁদনি চকের কাছে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। ভোর প্রায় চারটে নাগাদ হটাৎ দেখা যায় এক নম্বর গ্রান্ড স্ট্রিটের কাপড়ের দোকান থেকে ধোঁয়া, স্থানীয় বাসিন্দাদের বুঝে ওঠার আগেই দেখতে পায় আগুনের লেলিহান শিখা। কাপড়ের দোকানে ঘরের সজ্জার জন্য পর্দা বিক্রি হত অনেকদিন ধরেই, দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই দোকানে। কাপড়ের দোকানের আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন।
কিছু সময়ের মধ্যেই তড়িৎ এর গতিতে পাশের আরও একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। সেই ভয়াবহ দৃশ্য দেখে দোকানের উপরে থাকা বাসিন্দাদের দ্রুত ঘরে ছাড়তে বলা হয় বাসিন্দাদের তরফে। ঘুম চোখ খুলেই এই দৃশ্য দেখে তড়িঘড়ি রাস্তায় ঠাঁই নেই প্রায় ছয় থেকে সাতটি পরিবার। আগুনের লেলিহান শিখা ও দমবন্ধ ধোঁয়ায় বাসিন্দারা দ্রুত ঘর ছাড়তে বাধ্য হন শুক্রবার ভোরের দিকে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দোকানের মধ্যে আগুনের লেলিহান শিখা আয়ত্তে আনতে দমকল সক্ষম হলেও কালো ধোঁয়ায় কার্যত দমকল বাহিনীকে নাজেহাল করে দেয়।
advertisement
advertisement
বন্ধ দোকান ভেঙে দ্রুত আগুন আয়ত্তে আনতে পরে সক্ষম হয় দমকল বাহিনী। অত্যাধিক ধোঁয়া থাকার ফলে পাশের আরও একটি দোকান আংশিক ঝলসে যায়। স্থানীয় এক বাসিন্দা মহম্মদ জাহাঙ্গীর বলেন, সকালে হটাৎ ধোঁয়া দেখে সবাইকে রাস্তায় আসতে বলা হয়, তার মধ্যে আগুন ব্যাপক চেহারা নিলেও দমকল বাহিনী এসে অনেকটাই নিয়ন্ত্রণে আনে। অন্য বাসিন্দা জে মল্লিক জানান, মূলত পর্দার দোকান থাকার জন্য খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে তবে দমকল অনেকটাই বিপদ থেকে বাঁচিয়েছে।দুটো দোকান পুরোপুরি পুড়ে ছাই ও একটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে।
advertisement
সব মিলিয়ে লক্ষধিক টাকার ক্ষতি তো হবেই। দমকল বাহিনীর এক অফিসার জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, ফলস সিলিং এর জন্য বেশি ধোঁয়া দেখা যাচ্ছিল, কি কারনে আগুন তা পড়ে তদন্তে উঠে আসবে। দুটি পুড়ে যাওয়া দোকানে কোন অগ্নি নির্বাপক ব্যাবস্থা ছিল কিনা তাও পরে তদন্তে দেখা যাবে, কোন ব্যাক্তির আহতের খবর নেই। শুক্রবার ভোররাতের অগ্নিকাণ্ডের দমকল কর্মীদের ধোঁয়া অনেকটা সমস্যা ফেললেও ফলস সিলিং ভেঙে দেবার পরেই দমকল বাহিনী নিশ্চিত হয় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।
advertisement
---সুশোভন ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2022 10:35 AM IST