Fire Accident: সাত সকালেই জুটমিলে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, চাঞ্চল্য এলাকায়
- Written by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Fire Accident: আবারও শহরে অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন।আজ সকাল আটটা দশ নাগাদ কাদাপাড়ার ক্যালকাটা জুট মিলে গুদাম ঘরে আগুন লাগে।
কাদাপাড়াঃ আবারও শহরে অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন।আজ সকাল আটটা দশ নাগাদ কাদাপাড়ার ক্যালকাটা জুট মিলে গুদাম ঘরে আগুন লাগে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের দশটি ইঞ্জিন এসে পৌঁছেছে।
আরও পড়ুনঃ লক্ষ্য দিল্লি! লোকসভার আগে জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের
গুদাম ঘরে প্রচুর পরিমাণে পাট মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাট যেহেতু দাহ্য পদার্থ এর জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হচ্ছে।
advertisement
ইতিমধ্যে, গোটা এলাকা ঢেকে গেছে সাদা ধোঁয়ায়। পাশে ঘনবসতি অঞ্চল হওয়ার কারে অত্যন্ত তৎপরতার সঙ্গে দমকলকে কাজ করতে হচ্ছে।স্থানীয় সূত্রের খবর, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। কিন্তু দমকলের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানও হয়নি। যদিও বা গুদামঘর হওয়ার কারণে এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2024 10:41 AM IST









