রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR কালীঘাট থানায়! গ্রেফতারের দাবি শিক্ষকদের

Last Updated:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের বিতর্কিত আচরণের পর সেই দাবি আরও জোরালো হয়েছে।

#কলকাতা: রবীন্দ্রসঙ্গীতে অশ্লীল শব্দ ব্যবহারের অপরাধে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতারের দাবিতে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কালিঘাট থানায় এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ৷ রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করছেন রোদ্দুর রায়, অভিযোগে অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি তুললেন শিক্ষকরা৷
ইউটিউবে দীর্ঘ দিন ধরেই পরিচিত মুখ রোদ্দুর রায়৷ 'মোকসা ঘরানা' নাম দিয়ে ইউটিউবে নানা কবিতা, গান, কমেডি ইত্যাদি করেন তিনি৷ এ হেন রোদ্দুর রায়কে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উত্‍সবের সময়৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের বিতর্কিত আচরণের পর সেই দাবি আরও জোরালো হয়েছে। সেই বিকৃত গানের অশ্লীল শব্দ-সহ কিছু অংশ খোলা পিঠে আবির দিয়ে লিখে বসন্ত উৎসব পালন করেছে কয়েকজন ছাত্রী।
advertisement
আইনজীবীরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় তোলা এই দাবি একেবারেই সঙ্গত। আইনি ব্যবস্থা নেওয়াই যায়। শুধু ব্যবস্থা নেওয়াই নয়, তাঁকে গ্রেফতার করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়াও সম্ভব। আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারাতেই সম্ভব এই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অনির্বাণ বলেন, "সোশ্যাল মিডিয়ায় যা দাবি উঠছে আইন তাকে সমর্থন করে। এরকম আচরণের অভিযোগে পুলিশ আইন মেনে যে কাউকে গ্রেফতার করতে পারে। যেহেতু এটি কগনিজেবল অফেন্স, তাই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে গ্রেফতার করতে পারে।"
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR কালীঘাট থানায়! গ্রেফতারের দাবি শিক্ষকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement