MBBS: কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন, রাজ্যে বাড়ল ৫০০ এমবিবিএস আসন

Last Updated:

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ভবনের এক সিনিয়র স্বাস্থ্য কর্তা সোমবার জানিয়েছেন, উল্লেখযোগ্য আসন বেড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

#কলকাতা: কেন্দ্র সরকারের চূড়ান্ত অনুমোদন, বাংলায় বাড়ল এম বি বি এসের ৫০০ আসন। দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান। অবশেষে এল সুখবর। ৫০০ এম বি বি এস আসন বেড়ে গেল এ রাজ্যে। পশ্চিমবঙ্গের দাবি মোতাবেক কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশন’ নয়া ছ’টি মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য ৬০০ এম বি বি এস আসনের মধ্যে ৫০০ আসনে ছাত্র ছাত্রী ভর্তির অনুমোদন চূড়ান্ত করল লেটার অব পারমিশন বা এল ও পি।
চূড়ান্ত ছাড়পত্র পাওয়া রাজ্যের নতুন পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতাল হল, উলুবেড়িয়া, আরামবাগ, জলপাইগুড়ি, বারাসত এবং তমলুক। কেন্দ্র এবছরও ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির অনুমোদন দিল না। ফলে পূর্বেকার দাবি অনুযায়ী, ৬০০ মোট আসন ৪৭৫০ আসনে ছাত্রছাত্রী ভর্তির সুযোগ অধরা থেকে গেল। গত সপ্তাহের শেষে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম নিয়ে এখনই আশা ছাড়ছে না রাজ্য।
advertisement
advertisement
ওই ১০০ আসনের ছাড়পত্র পেতে ফের আবেদন জানানো হবে কেন্দ্রের কাছে। এছাড়াও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ল ৪৫ টি স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর উর্ধ মেডিক্যাল আসন। এর মধ্যে এম ডি - এম এস - এর আসন সংখ্যা বাড়ল ৪২ টি। ডি এম - এম সি এইচ এর আসন বেড়েছে তিনটি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ভবনের এক সিনিয়র স্বাস্থ্য কর্তা সোমবার জানিয়েছেন, উল্লেখযোগ্য আসন বেড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এম ডি আসন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদন পেয়ে চারটি থেকে বেড়ে হয়েছে ১৪ টি।
advertisement
কলকাতা মেডিক্যালে শিশু চিকিৎসার এম ডি আসন ছিল ১২টি। তা বেড়ে ২০ টি হয়েছে। এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হেমাটোঅঙ্কোলজি বিভাগের ডি এম - এ বিভাগে তিনটি আসন বেড়েছে। ফলে রাজ্যে এম ডি - এম এস-এর আসনের সংখ্যা বর্তমানে বেড়ে হল ১৭০৩ এবং ডি এম -এম সি এইচ আসন বেড়ে হল ২০০।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
MBBS: কেন্দ্রের চূড়ান্ত অনুমোদন, রাজ্যে বাড়ল ৫০০ এমবিবিএস আসন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement