Indian Railway News: বিধাননগর দিয়ে ট্রেনে যাতায়াত করেন? রয়েছে বড় সুখবর, হতে পারে মুশকিল-আসান

Last Updated:

Indian Railway News: যাত্রীরা ঘোষণা, ট্রেন লেট , বেআইনি দোকানপাট ইত্যাদি নিয়ে তাঁদের অভিমত মুখ্য জনসংযোগ  আধিকারিক এবং তাঁর টিমকে জানান। যাত্রীদের ফিডব্যাক ফর্ম দেওয়া হয়। তাঁরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের অভিমত জানান।

কলকাতা: বিধাননগর স্টেশনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ  আধিকারিক এবং তাঁর টিমের এক অভিনব উদ্যোগ। বিধাননগরের যাত্রীদের সঙ্গে তাঁরা সরাসরি আলোচনা করেন। প্রায়ই অভিযোগ ওঠে  সেখানে যাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে নানা রকম অসুবিধে হচ্ছে। সেই কথাগুলি মানুষের কাছ থেকে শোনার জন্যই এই বিশেষ উদ্যোগ। যাত্রীরা ঘোষণা, ট্রেন লেট , বেআইনি দোকানপাট ইত্যাদি নিয়ে তাঁদের অভিমত মুখ্য জনসংযোগ  আধিকারিক এবং তাঁর টিমকে জানান। যাত্রীদের ফিডব্যাক ফর্ম দেওয়া হয়। তাঁরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের অভিমত জানান।
যাত্রীদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার মানুষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ  আধিকারিক শ্রী কৌশিক মিত্র এবং তাঁর টিম কথা বলেন খড়দহ থেকে ছেলেকে পড়াতে নিয়ে আসা এক মায়ের সঙ্গে, যাত্রীদের মধ্যে কেউ ছিলেন ব্যাঙ্ক কর্মী, দু’একজন চিকিৎসক, উকিল, স্কুল শিক্ষক-শিক্ষিকা-সহ বিভিন্ন পেশার মানুষ। কিছু যুবক যাঁরা প্রতিদিন ক্রিকেট প্র্যাক্টিস করতে যান, তাঁদেরও মতামত নেওয়া হয়েছে। অর্থাৎ সব স্তরের যাত্রীদের অভিমত রেল কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে শুনেছে।
advertisement
advertisement
বেশিরভাগ মানুষই এই উদ্যোগে  খুব খুশি এবং তাঁরা পূর্ব রেলের সঙ্গে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছে। তাঁদের প্রধান দাবি ট্রেন সঠিক ভাবে চলুক, সঠিক প্লাটফর্মে আসুক এবং তারা চায় যেন সমস্ত লোকাল ট্রেন যেন ১২ বগির হয়। বিশেষত সকালে অফিস-সহ বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার সময় এবং সন্ধ্যায় সেখান থেকে ফেরার সময়। তাঁদের এটাও অনুরোধ  প্লাটফর্ম-সহ স্টেশন চত্বরে যেন আগুন না জ্বালানো হয়, এতে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে তারা সাদর আমন্ত্রণ জানান।
advertisement
যাত্রীদের তরফে অভিযোগ করা হয়, বিভিন্ন সময়ে, যাত্রীরা কখনও সোশ্যাল মিডিয়া মাধ্যমে বা স্টেশনে অভিযোগ জানালেও ব্যবস্থা গ্রহণ করা হয় না। এবার সরাসরি এই অভিযোগ সংগ্রহ করতে ও সুবিধায় কি কাজ করা যায় তা জানতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হল।।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railway News: বিধাননগর দিয়ে ট্রেনে যাতায়াত করেন? রয়েছে বড় সুখবর, হতে পারে মুশকিল-আসান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement