কলকাতার ময়দানে মর্মান্তিক ঘটনা, ছেলের আউট দেখে মৃত্যু বাবার !
Last Updated:
ময়দানে মর্মান্তিক মৃত্যু। ছেলের আউট দেখে বাবার মৃত্যু। সিএবির দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের ঘটনা।
#কলকাতা: ময়দানে মর্মান্তিক মৃত্যু। ছেলের আউট দেখে বাবার মৃত্যু। সিএবির দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের ঘটনা। সুবার্বন বনাম শরৎ সমিতির ম্যাচের ঘটনা। মারা গেলেন ক্রিকেটার তূর্য দাসের বাবা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তুলসী দাসের ৷
ছেলের আউট দেখে মাঠেই মৃত্যু বাবার। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনার সাক্ষী ময়দান। টাউন মাঠে চলছিল দ্বিতীয় ডিভিশনের ম্যাচ। মুখোমুখি হয়েছিল সুবার্বন ও শরৎ সমিতি। সুবার্বনের হয়ে ৮০ রানে আউট হন তূর্য সাহা। মাঠেই হাজির থেকে ছেলের খেলা দেখছিলেন বাবা তুলসী সাহা। ছেলে আউট হতেই চেয়ার ছেড়ে উঠে ঝুঁকে পড়েন স্কোরবোর্ডের দিকে। তারপর আচমকা পড়ে যান। কয়েক মুহুর্তেই সব শেষ। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। ঘটনার আকষ্মিকতায় হতবাক ময়দান।
advertisement
মাত্র ৪৭ বছর বয়সে তুলসীবাবুর চলে যাওয়ার পিছনে অনেকে দায়ী করছেন হাই ব্লাড সুগারকে। যদিও পরিবারের মানুষজন এই মৃত্যুকে মানতে পারছেন না। সুবার্বনের কোচ সঞ্জয় বাগুই ঘটনার সময় মাঠেই হাজির ছিলেন। তাঁর দাবি, সবকিছুই ঘটে যায় কয়েক মিনিটের মধ্যে। কাউকে কোনও সুযোগই দেননি তুলসীবাবু।
advertisement
ফিল হিউজ থেকে অঙ্কিত কেশরি। ক্রিকেট মাঠে এর আগেও বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থেকেছে ক্রিকেটমহল। কিন্তু ছেলের খেলা দেখতে এসে বাবার চলে যাওয়ার মতো ঘটনা বিরল। সন্ধ্যে নামতেই শোকের ছায়া সোদপুরের বাড়িতে। যে শোকের সাক্ষী কলকাতা ময়দানও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2016 9:36 AM IST