টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা
Last Updated:
টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা ৷ শিক্ষক নিয়োগের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীরা ৷ কবে হবে পরীক্ষা বা নিয়োগ ?
#কলকাতা: টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা ৷ শিক্ষক নিয়োগের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীরা ৷ কবে হবে পরীক্ষা বা নিয়োগ ? সবার মনে একই জিজ্ঞাসা ৷ এরই মাঝে টেট-এর ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা শুর হয়ে গিয়েছে ৷ উত্তীর্ণ করার ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের কাছ থেকে ৷ ইতিমধ্যেই টেটে উত্তীর্ণ করিয়ে দেওয়া আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন ধৃত ব্যক্তি ৷ ধৃত ব্যক্তি ওড়িশার খুরদার বাসিন্দা সমরজিৎ রাউত ৷ প্রথমে এই ওয়েবসাইটিটি নজরে আসে স্কুল শিক্ষা সচিবের ৷ এরপর তিনি বিধাননগর সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন ৷ তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে সমরজিৎকে ৷ আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ তার সঙ্গে আর কেউ এই চক্রে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷
টেটের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাত দিনের মধ্যে অনলাইনে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির জন্য আবেদন করতে হবে ৷ অনলাইনে যেসব পরীক্ষার্থীরা আবেদন করতে সক্ষম হয়েছিলেন, শুধুমাত্র তাঁদেরই ইন্টারভিউতে ডাকে পর্ষদ ৷ ৭ অক্টোবর ছিল অনলাইনে আবেদনের শেষ দিন ৷ সার্ভারের সমস্যায় ফর্মফিলাপে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন বহু পরীক্ষার্থী ৷ কেউ কেউ আবার পরীক্ষার ফি জমা দিতে সমস্যায় পড়েন ৷ পুজোর ছুটি চলায় পর্ষদ অফিসের সাহায্য নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ জানান অনেকে ৷ কিন্তু, এসমস্ত পরীক্ষার্থীদের আর সুযোগ না দিয়েই পর্ষদ জানিয়ে দেয়, পূর্বে উল্লেখিত সময়সীমায় যাঁরা আবেদন করেছেন, একমাত্র তাঁরাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বহু টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরাই ইন্টারভিউয়ে বসার সুযোগ হারান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2017 11:52 AM IST