ছিঃ! প্রথমে অশ্লীল ভিডিও, তারপর ব্ল্যাকমেইল... শিক্ষকের সঙ্গে নক্কারজনক ঘটনা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, এই চক্র এর আগেও বিভিন্ন মানুষের থেকে এই ভাবে ভয় দেখিয়ে টাকা নেওয়ার কাজ চালাত।

#অনুপ চক্রবর্তী, কলকাতা: অশ্লীল ভিডিও ভাইরাল, পরে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চার। চারজন মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল লেক টাউনের বাসিন্দা এক চিকিৎসক বিধাননগর দক্ষিণ থানায় এসে অভিযোগ করেন যে তিনি জিডি ব্লকের ৫০ নম্বর বাড়িতে এক পূর্বপরিচিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় তিনি দেখতে পান নবীন নামের সেই ব্যক্তির বাড়িতে একজন মহিলাও উপস্থিত ছিল। তিনি ঘরে প্রবেশ করলে নবীন তার আরও ৩ বন্ধুকে ডেকে নেয় এবং ঘরের মধ্যে পার্টি শুরু করে। সেই পার্টি চলাকালীন ওই চিকিৎসকের সঙ্গে ওই মহিলার কিছু অশ্লীল ভিডিও মোবাইলে রেকর্ড করে অভিযুক্তরা। এরপরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করা শুরু করে বলে অভিযোগ। কার্যত ভয় পেয়ে অভিযুক্তদের হাতে দেড় লক্ষ টাকা তুলে দেয় ওই চিকিৎসক। এরপরই ওই ঘর থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় ঘটনাটি জানায় চিকিৎসক।
advertisement
আরও পড়ুন:  'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ নবীন চক্রবর্তী, বিপ্লব মণ্ডল, রবি শেখ ও সুজন মণ্ডলকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্র এর আগেও বিভিন্ন মানুষের থেকে এই ভাবে ভয় দেখিয়ে টাকা নেওয়ার কাজ চালাত। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে ওই মহিলাও যুক্ত কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ছিঃ! প্রথমে অশ্লীল ভিডিও, তারপর ব্ল্যাকমেইল... শিক্ষকের সঙ্গে নক্কারজনক ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement