এবার কলকাতার বুকেই হদিশ মিলল ভেজাল ঘিয়ের কারখানার

Last Updated:

ভেজাল ঘিয়ে নকল লেবেলে রমরমা কারবার ৷ কলকাতার বুকেই হদিশ মিলল ভেজাল ঘিয়ের কারখানার ৷ রবীন্দ্র সরণিতে ভেজাল ঘি কারখানায় নামী সংস্থার নকল লেবেল তৈরি হত ৷

#কলকাতার: ভেজাল ঘিয়ে নকল লেবেলে রমরমা কারবার ৷ কলকাতার বুকেই হদিশ মিলল ভেজাল ঘিয়ের কারখানার ৷ রবীন্দ্র সরণিতে ভেজাল ঘি কারখানায় নামী সংস্থার নকল লেবেল তৈরি হত ৷ ভেজাল ঘিয়ের কন্টেনারে নকল লেবেল লাগিয়ে বিক্রি করা হত ৷ দিনভর দরজা বন্ধ রেখে চলত কাজ ৷ ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হত না ৷ নামী সংস্থার ঘিয়ের কন্টেনার আনা হত ৷ এখনও পর্যন্ত ঘটনায় গ্রেফতার ২ ৷ এই চক্রে জড়িত আরও কয়েকজন ৷ ধৃতদের জেরায় তথ্য পাওয়ার চেষ্টা ইবি-র ৷ ধৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ৷
রবীন্দ্র সরণির এই বাড়িতেই ৬-৭ বছর আগে দুটি ঘর ভাড়া নিয়েছিলেন সঞ্জয় যাদব ও রাজেন্দ্র জয়সওয়াল। অভিযোগ, দোকানের আড়ালে ভেজাল ঘিয়ের কারখানা চালাতেন সঞ্জয়, রাজেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় ৬৪২ লিটার ভেজাল ঘি, ২১০ লিটার পাম অয়েল, প্রচুর পরিমাণ রং, রাসায়নিক, ডালডা, কাঠের গুঁড়ো, ঘুঁটে।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার কলকাতার বুকেই হদিশ মিলল ভেজাল ঘিয়ের কারখানার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement