রাহুলের নিশানায় নরেন্দ্র মোদি, একাধিক বাণে বিদ্ধ এনডিএ সরকার

Last Updated:

আস্তে আস্তে উত্তেজনার পারদ চড়ছে ৷ সন্ধে ৬ টায় প্রথমবার আস্থাভোটের মুখোমুখি হবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷

#নয়াদিল্লি: আস্তে আস্তে উত্তেজনার পারদ চড়ছে ৷ সন্ধে ৬টায় প্রথমবার আস্থাভোটের মুখোমুখি হবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ ইতিমধ্যেই সংসদ বিজেডি ওয়ার্ক আউট করেছে আর শিবসেনা ঘোষণা করেছে ভোটাভুটিতে তারা অংশগ্রহণ করবেনা ৷ এখন সংসদ উত্তাল চলছে, চলছে তর্ক-বিতর্ক ৷ বক্তব্য রাখছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
স্বভাবতই নিশানায় কেন্দ্রের শাসকদল রাহুলের নিশানায় উঠে এসেছে একের পর এক আক্রমণ ৷ তিনি আক্রমণ করেছেন বিপুল কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি তার একটিও পূর্ণ করেননি তিনি ৷ কৃষক-দলিত সবাই অবহেলার শিকার ৷ তিনি বলেছেন কালোটাকার বাড়-বাড়ন্ত এই সরকারের রাজত্বেই হয়েছে ৷
নারী সুরক্ষা থেকে শিক্ষানীতি, শিল্প থেকে বাণিজ্য, স্বাস্থ্যনীতি থেকে বিদেশনীতি , সরকারের পরিকল্পনাকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷ গরিবদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে ৷ আচ্ছে দিন তো দূরে থাকুক, নিজেকে তিনি নিজেকে জনগণের চৌকিদার বলেছিলেন ৷ এখন কোথায় সেই চৌকিদার ?
advertisement
advertisement
রাহুলরে প্রবল আক্রমণে হট্টগোল বেধেছে ৷ একের পর এক আক্রমণে আপাতত মুলতুবি হয়েছিল সংসদ ৷ দুপুর ১.৪৫ এর পরে আবার শুরু হয়েছে সংসদের পরবর্তী পর্ব ৷ মুলতুবির পরে পুনরায় সংসদের কাজ শুরু হতেই রাহুল নিজের বক্তব্য শেষ করেছেন ৷ বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেছেন ৷ তবে রাহুলের বক্তব্যের পাল্টা দিতে আসরে নেমেছেন প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলা সীতারামণ ৷ সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে বলা যেতে পারে যে বেশ আকর্ষমীয় হতে চলেছে আজকের সংসদ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুলের নিশানায় নরেন্দ্র মোদি, একাধিক বাণে বিদ্ধ এনডিএ সরকার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement