Fake Call Centre: কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের খোঁজ! অস্ট্রেলিয়ান নাগরিক সেজে প্রতারণা, পুলিশের জালে ২১ জন!

Last Updated:

কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের হদিশ। এবার বেআইনি কলসেন্টারের খোঁজ পাওয়া গেল লেক টাউনে। আইপি অ‍্যাড্রেসের সূত্র ধরে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে একটি বাড়ির হদিশ পান তদন্তকারীরা। এরপরেই ওই বাড়িতে হানা দেয় পুলিশ।

লেকটাউনের শ্রীভূমি এবং টালিগঞ্জ থেকে খোঁজ পাওয়া ভুয়ো কলসেন্টারের। (নিজস্ব চিত্র)
লেকটাউনের শ্রীভূমি এবং টালিগঞ্জ থেকে খোঁজ পাওয়া ভুয়ো কলসেন্টারের। (নিজস্ব চিত্র)
কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের হদিশ। এবার বেআইনি কলসেন্টারের খোঁজ পাওয়া গেল লেক টাউনে। আইপি অ‍্যাড্রেসের সূত্র ধরে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে একটি বাড়ির হদিশ পান তদন্তকারীরা। এরপরেই ওই বাড়িতে হানা দেয় পুলিশ।
লেক টাউন থানা এলাকার শ্রীভূমির একটি বাড়ি থেকে ২৮ থেকে ২৯ টি ল‍্যাপটপ ও কম্পিউটার নিয়েই এই গোটা কাজ চালানো হত। মূলত ইন্টারন‍্যাশনাল কল সেন্টারের নাম ভাঁড়িয়ে কাজ চালানো হত। ফিন ল‍্যান্ড ও ফ্রান্সের আই পি অ্যাড্রেস নিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে প্রতারণা করা হত বলে অভিযোগ।
আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিরাট রদবদল! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে বাংলা! ভিজবে কলকাতা?
অভিযুক্তরা নিজেদের অস্ট্রেলিয়ান নাগরিক পরিচয় দিয়ে ফোন করত। সাধারণত, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের নাম করেই চলত প্রতারণা চক্র। এই ঘটনায় ইতিমধ্যেই মোট চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, টালিগঞ্জ এলাকায় আরও একই ধরনের অফিস চলত। সেই অফিসও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
এই ঘটনায় লেক টাউনের শুভজিৎ সরকার,লোকনাথ দাস, বড় বাজারের বাসিন্দা মহম্মদ আলি এবং তিলজলার বাসিন্দা আকিব আলমকে গ্রেফতার করা হয়েছে।বাকি ১৭ জন জেল হেফাজতে আছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে
advertisement
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এইরকমই ভুয়ো কল সেন্টারের অভিযোগে তিন জন গ্রেফতার হয়েছিল। সফিকৎ শাফি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল বেনিয়াপুকুর এলাকা থেকে। তাঁর কাছে থেকে ২৬ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। তাঁর ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা দেখেন সফিকৎ ২০৪ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে সরিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Call Centre: কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের খোঁজ! অস্ট্রেলিয়ান নাগরিক সেজে প্রতারণা, পুলিশের জালে ২১ জন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement