তিনি কি সত্যি ফেস সার্জারি করিয়েছেন ? এব্যাপারে নিজে কী বললেন বাণী ?
Last Updated:
মেকআপের কারসাজি? নাকি সার্জারিটা তিনি করিয়েই ফেলেছেন?
#মুম্বই: বলিউড তারকাদের কসমেটিক সার্জারি করার বিষয়টা একেবারেই নতুন নয় ৷ বিশেষত নায়িকাদের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরেই ফেস সার্জারির বিষয়টা যথেষ্ট ‘ইন’ ৷ কোনও ছবি করার পর দু’-তিন বছরের গ্যাপে একজন নায়িকার মুখে আমুল পরিবর্তনও দেখা যায় আজকাল ৷ বলিউডের নায়িকা বাণী কাপুরের ক্ষেত্রে এখন তা বিশেষ ভাবে চোখে পড়ছে ৷ কিন্তু তিনি কি সত্যি মুখে কোনও সার্জারি করিয়েছেন ? নাকি অন্য কিছু ? এব্যাপারে বাণী নিজে কী বলেছেন, দেখে নেওয়া যাক ৷
‘বেফিক্রে’ না ধরলে এখনও পর্যন্ত মাত্র একটাই ছবি করেছেন বাণী কাপুর ৷ ২০১৩ সালে মণীশ শর্মার ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবি দিয়েই তাঁর বলিউডে পা রাখা ৷ কিন্তু সিনেমায় ডেবিউ-র পর তিন বছর কেটে গিয়েছে ৷ কোনও ছবিতে এর মধ্যে দেখা যায়নি এই বাণীকে ৷ প্রথম ছবিতে নজর কাড়লেও দীর্ঘ দিন পর তাঁর আরও একটি ছবি রিলিজ করতে চলেছে আগামী শুক্রবারই ৷ কিন্তু সেই ছবির ট্রেলার বা গানের ভিডিওতে সবচেয়ে বেশি চর্চায় ছবির একাধিক চুমু দৃশ্য ছাড়াও বাণীর মুখ ৷ প্রায় চেনাই যাচ্ছে না তাঁকে ৷ তিনি দেখতে আরও ভাল হয়েছেন, না খারাপ ৷ তা নিয়ে চর্চা তো রয়েছেই ৷ কিন্তু সবাই যখন ধরেই নিয়েছেন যে বাণী ফেস সার্জারি করিয়েছেন তখন নায়িকা স্পষ্ট জানালেন, ‘‘ আমার এত টাকাই নেই যে সার্জারি করাব।’’ তাঁর কথায়, ‘‘আমি আগের চেয়ে অনেক ওজন কমিয়েছি। ‘বেফিকরে’র চরিত্র অনুযায়ী চেহারা তৈরি করতে হয়েছিল। আর রোগা হলে যে কোনও মানুষের মুখ বদলে যায়। মোটে একটা ছবি করেছি আমি। তাতে এই ধরনের সার্জারির টাকা জোগাড় করা সম্ভব নয়।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2016 10:29 AM IST