Baisakhi Banerjee: Exclusive: বঙ্গ রাজনীতিতে ফের কি শোভন-উদয়? 'খেলা' শুরুর ইঙ্গিত বৈশাখীর!

Last Updated:

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'রাজনীতি হল শোভন বাবুর ধর্ম। তাই রাজনীতি থেকে তাঁর সরে যাওয়ার কোনও ব্যাপারই নেই। হ্যাঁ, এখন হয়ত সামনে দেখছেন না। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়নি।'

#কলকাতা: দল তাঁকে পছন্দসই 'সিটে' প্রার্থী করেনি। পূর্ব আর পশ্চিমের সংঘাতে গোটা বেহালা থেকেই 'বিচ্ছিন্ন' হতে হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী, তৃণমূল থেকে পরবর্তীকালে বিজেপি নেতা হয়ে ওঠা শোভন চট্টোপাধ্যায়কে। তবে বিজেপি কি শুধুই বেহালা থেকে 'বিচ্ছিন্ন' করে দিল তাঁকে নাকি রাজনৈতিক জীবনেই দাড়ি পড়তে চলেছে একদা দোর্দণ্ডপ্রতাপ নেতার, তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। বিজেপি তাঁকে বেহালা পূর্বের প্রার্থী না করার পরই গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন শোভন। অভিমান ঝরে পড়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী না করা নিয়েও। আর বিজেপির দরজা থেকেও শোভন সরে আসার পরই তাঁর 'রাজনৈতির সন্ন্যাস' নিয়ে আলোচনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। কিন্তু শোভন আর 'রাজনৈতির সন্ন্যাস' শব্দদুটি পাশাপাশি বসে না বলেই রাজ্যের প্রথম দফা ভোটের দিন স্পষ্ট করে দিলেন বৈশাখী দেবী।
রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ভোটের 'খবর' ভেসে বেড়াচ্ছে, তখন শোভন চট্টোপাধ্যায় যেন নিভৃতবাসে। কিন্তু 'নিউজ 18 বাংলা ডিজিটাল'-এর তরফে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'রাজনীতি হল শোভন বাবুর ধর্ম। তাই রাজনীতি থেকে তাঁর সরে যাওয়ার কোনও ব্যাপারই নেই। হ্যাঁ, এখন হয়ত সামনে দেখছেন না। কিন্তু তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়নি। সেরকম কোনও সম্ভাবনাও নেই। শোভন বাবু বাংলার রাজনীতিকে আরও সমৃদ্ধ করবেন, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।'
advertisement
বৈশাখীর দাবি, বিজেপি কর্মীরা এখনও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রত্যহ কথাও হয়। আর নেতারা? বৈশাখীর জবাব, 'আমার সহকর্মীরা যোগাযোগ রাখছেন। নেতারা নয়।' আপনারা কি বিজেপির মূলস্রোতে ফিরবেন? এক মুহূর্ত না ভেবে শোভন-বান্ধবীর উত্তর, 'সেটা তো সময় বলবে।' কবে হতে পারে এমনটা? বৈশাখীর আর তৃণমূলে ফেরার কোনও সম্ভাবনা? 'না না, তাহলে তো তৃণমূল ছাড়তামই না।'
advertisement
advertisement
বিজেপিতে যোগ দিয়েও দীর্ঘদিন নেতৃত্বের সঙ্গে 'মতানৈক্যের' কারণে সক্রিয় হতে পারেননি শোভন-বৈশাখী। শেষমেশ ভোটের মাস কয়েক আগে বৈশাখীকে নিয়ে বিজেপির ব্যাটন ধরে পথে নামেন শোভন চট্টোপাধ্যায়। শোভনকে কলকাতা জোনের পর্যবেক্ষক আর বৈশাখীকে সহ–আহ্বায়ক করে বিজেপি। কিন্তু সেই 'সুসময়'ও বেশিদিন স্থায়ী হল না। নিজের খাসতালুক বেহালা পূর্ব থেকে লড়তে চেয়েও দল শোভনকে সেই সুযোগ দেয়নি। টিকিট দেওয়া হয়নি বৈশাখীকেও। ফলে অভিমানে বিজেপির দোর থকে নিজেকে সরিয়ে নেন তিনি। বলাবাহুল্য, বৈশাখীও সেই পথেই এগোন।
advertisement
একসময় শোভনের কাছে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা বৈঠক করতেন, চেষ্টা করতেন মানভঞ্জনের। তাঁরা কেউ যোগাযোগ করছেন না? অভিমানী যেন বৈশাখীও। জবাব, 'এখন সব নেতারাই ভোট নিয়ে ব্যস্ত আছেন। একজন কর্মী কী করছেন, তা নিয়ে ভাবার চেয়ে তাঁরা অনেক বড় দায়িত্বে অবতীর্ণ হয়েছেন।' কিন্তু শোভন চট্টোপাধ্যায় তো কর্মী নন, বিরাট দায়িত্ব পাওয়া বিজেপি নেতা! বৈশাখীর সাফ কথা, 'বিজেপিতে তো শোভন দা'কে সরায়নি। শোভন দা'র নিজের কিছু অভিযোগ ছিল। তার ভিত্তিতে তিনি নিজে সরে এসেছেন।'
advertisement
শোভনের সঙ্গে বিজেপির দূরত্ব আদৌ মিটবে কিনা, তার জবাব দেবে সময়। তবে, শোভন-বৈশাখী যে কিছুতেই রাজনীতির ময়দান ছাড়ছেন না, তা স্পষ্ট। কিন্তু বঙ্গ ভোটের উত্তাপ যখন ছড়িয়ে পড়ছে সর্বত্র, তখন শুধু যেন গোলপার্কের একটা অ্যাপার্টমেন্ট সেই আঁচ থেকে দূরে, অনেক দূরে। শোভনের ঠিকানায় ভোট নেই, আপাতত ছড়িয়ে রয়েছে অভিমান। সেই অভিমান সরে আবার কবে রাজনীতির আলো পৌঁছবে, তারই যেন অপেক্ষায় 'দাদা'র অনুগামীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baisakhi Banerjee: Exclusive: বঙ্গ রাজনীতিতে ফের কি শোভন-উদয়? 'খেলা' শুরুর ইঙ্গিত বৈশাখীর!
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement