নবান্নে মমতা-ওমর আবদুল্লা বৈঠক, ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনা

Last Updated:
#কলকাতা: টার্গেট ২০১৯। লক্ষ্য মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করা। তৃণমূল নেত্রী শুরু থেকেই মোদি-বিরোধী ফেডেরাল ফ্রন্ট গড়তে তৎপর। শুক্রবার তাঁর সঙ্গে নবান্নে এসে বৈঠক করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে ঘণ্টাখানেক আলোচনা হয় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে ওমরের গলাতেও শোনা গেল মোদি বিরোধী ফেডেরাল ফ্রন্টের কথা।
নরেন্দ্র মোদিকে হঠাতে ফেডেরাল ফ্রন্ট গড়ার তৎপরতা তুঙ্গে। এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক সেরে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, ‘সংখ্যালঘুদের জন্য দেশে ভয়ের বাতাবরণ ৷ জম্মু কাশ্মীর সহ বাকি দেশের পরিস্থিতি নিয়ে মমতার সঙ্গে কথা হয়েছে ৷’
আরও পড়ুন 
advertisement
সুখবর, ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন
বাংলার মুখ্যমন্ত্রীকে পাশে রেখে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন বিজেপি বিরোধীদের একজোট করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াই দরকার ৷ বিজেপির বিরুদ্ধে যে দলগুলি রয়েছে সবাইকে নিয়ে একজোট লড়াই দরকার ৷ লোকসভায় আগে একজোট হয়ে লড়তে হবে ৷ আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই ৷’
advertisement
ফেডেরাল ফ্রন্ট গড়তে কেন্দ্র-রাজ্য সম্পর্কই যে তাঁর ইউএসপি সেটা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওমরের সঙ্গে বৈঠকের পরে তৃণমূল নেত্রী বলেন, ‘কে নেতা হবে সেই আলোচনা ছেড়ে আমাদের একজোট হয়ে লড়তে হবে ৷ সব ত্যাগ স্বীকার করেই জোটবদ্ধ লড়াই চাই ৷ দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি ৷ বিজেপিবিরোধী দলগুলির এক হওয়া উচিত ৷’
advertisement
তবে সবশেষে জাতীয় রাজনীতিতে জল্পনার হাওয়া আরও তীব্র করে দিলেন ওমর আবদুল্লা ৷ বলেন, ২০১৯ সালে মোদিকে হারানোর পর মমতাকে দিল্লি নিয়ে যেতে চান তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্নে মমতা-ওমর আবদুল্লা বৈঠক, ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement