Jyoti Basu birth anniversary|| বাম শূন্য বিধানসভায় জ্যোতি বসু স্মরণ, কায়ার চেয়েও দীর্ঘতর ছায়া...

Last Updated:

বিধানসভায় তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র প্রতিনিধি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

#কলকাতা: একটানা ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। বিধানসভার প্রতিটি দেওয়ালে, প্রতিটি খিলানে জ্যোতি বসু শ্বাসের ছোঁয়াছ আজও টের পাওয়া যাবে। অথচ নিয়তির পরিহাস এমনই তাঁর মৃত্যুর এক যুগেরও কম সময়ে বামশূন্য হয়েছে বিধানসভা। আজ সেই বিধানসভার করিডোরেই ছিমছাম করে পালিত হল তাঁর জন্মদিবস। বিধানসভায় তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র প্রতিনিধি ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি। শ্রদ্ধা জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জুন মালিয়ারাও।
নওশাদ সিদ্দিকি বলেন, "বিরোধী মতকে শ্রদ্ধা করা, বামফ্রন্টে বাস্তবে গুরুত্বহীন হলেও অনেক শরিক দলকে গুরুত্ব দেওয়ার বিষয়গুলি তাঁর থেকেই শেখার। রাজনীতি ও প্রশাসনিক কাজে ৩৪ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকা মুখের কথা নয়। এমন একজন মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি গর্বিত। ভিন্ন রাজনীতির হলেও বিধান রায়ের স্বপ্নপূরণ করেছিলেন জ্যোতি বসু। আজ তাঁর পথ আমাদের পাথেয় হোক।"
advertisement
দুই দশক ধরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করে রেখেছিলেন জ্যোতি বসু। বিধানচন্দ্র রায়ের পর তিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন যাঁর প্রভাব রাইটার্সের বাইরে এত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। একটা লম্বা সময় বামফ্রন্ট কংগ্রেস-তৃণমূল সব রাজনীতিই আবর্তিত হয়েছে তাকে ঘিরে। রাজ্য রাজনীতিতে তিনি ছিলেন মধ্যমণি, তিনিই ছিলেন কেন্দ্রে। তিনি খ্যাতির শীর্ষে থাকতেই উত্থান অগ্নিকন্যা মমতার। পর্যবেক্ষকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার রাজনীতির এত বড় চুম্বকে পরিণত হলেন তার সব থেকে বড় কারণ জ্যোতি বসুর পথের বিরোধিতাই। জ্যোতি বসুর নিজেও এক সময়ে বিধানচন্দ্র রায়ের বিরোধিতা করে বঙ্গ রাজনীতির ধ্রুবতারার মতো হয়ে উঠেছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে তিনি চিনেছিলেন তন্তুতে তন্তুতে। ২০০১ সালে বয়সের কারণে জ্যোতি বসু সরে দাঁড়ালে ক্ষমতায়ন হয় বুদ্ধদেব ভট্টাচার্যের । ক্রমেই শরীর ভাঙতে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। জ্যোতি বসুর মৃত্যুতে বিমান বসুর কান্না আজও মনে রেখেছে রাজ্যবাসী।
advertisement
advertisement
জ্যোতি বসুর চলে যাওয়াটা বাম রাজনীতির অন্দরে যে ব্ল্যাক হোল তৈরি করেছিল তার মাশুলই আজও গুনতে হচ্ছে সিপিএমকে, এমনটাই বলেন অনেকে। ধাক্কা খেতে খেতে আজ বিধানসভায় বামেরা কোথাও নেই। শূন্য  দালান, প্রশস্ত বারান্দা তবু বলে যায়, তিনি আছেন, আছেনই। তাঁর চেয়েও দীর্ঘতর তাঁর ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyoti Basu birth anniversary|| বাম শূন্য বিধানসভায় জ্যোতি বসু স্মরণ, কায়ার চেয়েও দীর্ঘতর ছায়া...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement