EPIC Card Rules: ভোগান্তি বাড়ছে জেলার! ভুয়ো ভোটার...তাই EPIC কার্ডের নিয়মে বড় বদল..এল নতুন নির্দেশ

Last Updated:

এবার সেই নিয়ম বদল করছে সিইও দফতর। এবার থেকে সরস্বতী প্রেসে ছাপার পর সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারের বাড়ি চলে যাবে এপিক কার্ড। ১লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

News18
News18
কলকাতা: কয়েকটি বিধানসভায় ভুয়ো ভোটারের অস্তিত্ব! এবার তার জেরে বাড়িতে বাড়িতে ভোটার কার্ড পাঠানোই নিয়ম বদল! নিয়ম বদল করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকফতর। এবার থেকে ডাক বিভাগের কেন্দ্রীয় অফিস অর্থাৎ, জিপিও থেকে সরাসরি স্পিড পোস্টে এপিক কার্ড চলে যাবে ভোটারের বাড়িতে। জেলাগুলিতে আর পাঠানো হবে না এপিক কার্ড।
advertisement
নিয়ম অনুযায়ী, কোনও নাম ভোটার তালিকায় ওঠার সঙ্গে সঙ্গে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তার এপিক কার্ড করার জন্য জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠান। সেখান থেকে সরস্বতী প্রেসে তা ছাপতে যায়। সরস্বতী প্রেস সেই কার্ড ছাপিয়ে সরাসরি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠায়। এখান থেকে যায় electoral registration officer-এর (ERO) কাছে। এরপর ERO স্পিড পোস্টে তা ভোটারের বাড়ি পৌঁছে দেন।
advertisement
advertisement
এবার সেই নিয়ম বদল করছে সিইওফতর। এবার থেকে সরস্বতী প্রেসে ছাপার পর সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারের বাড়ি চলে যাবে এপিক কার্ড। ১লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
advertisement
ইতিমধ্যেই সরস্বতী প্রেসে যে এপিক কার্ডগুলি ছাপা হয়ে পড়ে রয়েছে সেগুলিও ডাক বিভাগের মাধ্যমে সরাসরি ভোটারের বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ সিইওফতরের।
advertisement
প্রসঙ্গত, সরস্বতী প্রেসে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড পড়ে রয়েছে ছাপানো অবস্থায়। সেই ভোটার কার্ডগুলি সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ সিইও দফতরের বলেই কমিশন সূত্রে খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
EPIC Card Rules: ভোগান্তি বাড়ছে জেলার! ভুয়ো ভোটার...তাই EPIC কার্ডের নিয়মে বড় বদল..এল নতুন নির্দেশ
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement