Donald Trump: ভারতকে নাকি চাপে ফেলতে চলেছিল...এবার পেল তো উত্তর! সবার সামনে মুখ কালো হয়ে গেল ট্রাম্পের...বললেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা নিয়ে আপত্তি জানিয়ে ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা৷ আবার এখানেই শেষ হয়নি৷ গত সোমবার ট্রাম্প জানিয়েছে, ভারত পিছিয়ে না এলে ভারতীয় পণ্যের উপরে আরও কয়েকশো গুণ বেশি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন৷ গত সোমবারের সেই হুমকির পরেই এসেছে ভারতের জবাব৷
ওয়াশিংটন: রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ক্রমশ খারাপ হচ্ছে দুই দেশের সম্পর্ক৷ রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারতকে শুল্কের চাপে ‘চেপে ধরার’ চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার সবার সামনে ধরা পড়ে গেল ট্রাম্পের দ্বিচারিতা৷ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রশ্নে, কার্যত ক্লিন বোল্ড হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট৷
advertisement
ভারতের সংবাদসংস্থা ANI এদিন ট্রাম্পের জবাবে ভারতের উত্তরের প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করলে সকলের সামনেই রীতিমতো থতমত খেয়ে যান আমেরিকার প্রেসিডেন্ট৷ সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ‘‘ভারত বলছে আমেরিকা রাশিয়া থকে ইউরেনিয়াম এবং সার কেনে, অথচ রাশিয়ার জ্বালানি কেনার জন্য ভারতের সমালোচনা করছে আমেরিকা৷ এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া?’’ এই প্রশ্নেরদ জবাবে ট্রাম্প বলেন...
advertisement
advertisement
রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা নিয়ে আপত্তি জানিয়ে ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা৷ আবার এখানেই শেষ হয়নি৷ গত সোমবার ট্রাম্প জানিয়েছে, ভারত পিছিয়ে না এলে ভারতীয় পণ্যের উপরে আরও কয়েকশো গুণ বেশি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন৷ গত সোমবারের সেই হুমকির পরেই এসেছে ভারতের জবাব৷
advertisement
ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছিলেন, রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে যুদ্ধে ‘অর্থ’ জোগাচ্ছে নয়াদিল্লি৷ ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তোলেন, ভারত রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং খোলা বাজার বিরাট মুনাফায় বিক্রি করছে৷ এর জেরে ভারতের উপরে আরও কর চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প৷ লিখেছেন, ‘‘ওদের (নয়াদিল্লি) কিছু এসে যায় না রাশিয়ার ওয়ার মেশিনে ইউক্রেনে কত মানুষ মরছে৷’’
advertisement
advertisement
জোর দিয়ে বলেছে যে আমেরিকা তার পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আমদানি করে চলেছে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম সরবরাহকারী। মার্কিন পারমাণবিক বিদ্যুৎ শিল্পে ব্যবহৃত জ্বালানির প্রায় ১২-১৫ শতাংশ রাশিয়ান আমদানি থেকে আসে। শুধু তাই নয়, রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।
advertisement
advertisement
advertisement