বউবাজারের ৭৪টি বাড়ি বিপজ্জনক! বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ

Last Updated:

আগে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতি। তারপরই টানেলের কাজ। বউবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ নিয়ে এভাবেই এগোতে চাইছে কেএমআরসিএল।

#কলকাতা: মোট ৭৪টি বাড়ি চিহ্নিত হয়েছে। যার মধ্যে ৫টি থেকে ৮টি বাড়ি ভাঙতে হবে। বাকিগুলি মেরামত করার চেষ্টা হবে। এই কাজ শেষ হলেই শুরু হবে টানেলের কাজ। অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর ভবিষ্যত বিশ বাঁও জলে।
আগে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতি। তারপরই টানেলের কাজ। বউবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ নিয়ে এভাবেই এগোতে চাইছে কেএমআরসিএল। মোট ৭৪টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার ১১টি বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখেন কেএমআরসিএলের বিশেষজ্ঞ দল।
বেশ কয়েকটি ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। এই বাড়িগুলির অবস্থা যাচাই করাই আপাতত টপ প্রায়োরিটি। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেই কাজ শুরু করল কেএমআরসিএলের বিশেষজ্ঞ দল।
advertisement
advertisement
মোট ৭৪টি বাড়ি চিহ্নিত করা হয়েছে
মঙ্গলবার ১১টি বাড়ির অবস্থা খতিয়ে দেখা হয়
এই বাড়িগুলো দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেন ও গৌর দে লেনে
ধাপে ধাপে এই বাড়িগুলির মেরামতি হবে
ভবিষ্যতে টানেলের কাজ শুরু হলে যাতে বিপত্তি না হয়, সেজন্যই এইসব বাড়ির স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত। কটা বাড়ি ভেঙে ফেলতে হবে, কটা বাড়ি মেরামত করা সম্ভব? বাড়ির স্বাস্থ্যপরীক্ষার পরও আশঙ্কা থেকেই যাচ্ছে।
advertisement
মঙ্গলবার বউবাজারে ফাটল ধরা ৮টি বাড়ির ভিত মজবুত করার কাজ শুরু করেছে কেএমআরসিএল। তবে ওই ৭৪টি বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ও তা প্রয়োগ করার পর টানেলের কাজ কবে শুরু করা যাবে, তা নিশ্চিত নয়। অর্থাৎ আপাতত ইস্ট ইয়েস্ট মেট্রোর ভবিষ্যত বিশ বাঁও জলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউবাজারের ৭৪টি বাড়ি বিপজ্জনক! বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement