তিন দিন পার! নিখোঁজ ছাত্রের খোঁজ নেই, প্রশ্নের মুখে নরেন্দ্রপুর থানা
- Written by:SHANKU SANTRA
- Published by:Suman Majumder
Last Updated:
Student missing: নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ করার পর থেকে তিন দিন কেটে গেল। পুলিশের তদন্তে সেরকম অগ্রগতি লক্ষ্য করছে না নিখোঁজের পরিবার।
কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ফরতাবাদ।
৩দিন পার। নরেন্দ্রপুর থানা অভিযোগ পাওয়ার পরও তদন্তে অগ্রগতি করতে পারেনি। এই বিষয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
১লা ফেব্রুয়ারি ফরতাবাদ এলাকার একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছিলেন অপ্রতিম দাস (২২)। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, রাত্রি সাড়ে এগারোটা নাগাদ অপ্রতীম যখন খাবার খাচ্ছিেন, সেই সময় তাঁর মোবাইল ফোনে একটি ফোন আসে।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘৪০টা আসনও পাবে না!’…তীব্র কটাক্ষ মমতার! এত ঘণ্টা পরে অবশেষে মুখ খুলল কংগ্রেস
সেই ফোন আসার পর খাবার অর্ধেক ফেলে রেখে তিনি সেখান থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ না ফেরার পর অপ্রতিমের আত্মীয়রা তাঁর খোঁজ শুরু করেন।
সারা রাত খুঁজে অপ্রতিমকে আর খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, অপ্রতিমের মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। অপ্রতিমের মা বর্ণালী দাস ছেলের নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নিয়ে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন।
advertisement
তিনি বলেন, ‘নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁর ফোন ধরছে না। থানায় গেলে বলছে, ওদিকে সরে যাও। এখন আমাদের সময় নেই। আমার ছেলে কোথায় গেল? পুলিশ সহযোগিতা করছে না।’
এলাকার মানুষের অনুরোধে ৩ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার পুলিশ বেলা বারোটা নাগাদ ওই বিয়ে বাড়ি এবং অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসাবাদ করে। এছাড়া তার বেশি কিছু তারা করেনি।
advertisement
আরও পড়ুন- বাড়িতে ডেকে আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ! কেন, আদালতে বিস্ফোরক CBI
ইদানিং কালে নিখোঁজ হওয়ার পর যেভাবে দুঃসংবাদ পরিবাররা পাচ্ছে, সেই ভয় করছেন অপ্রতিমের মা। এই বিষয়ে নরেন্দ্রপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে,পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপ্রতিমের মোবাইল নম্বরের কল ডিটেইলস আনানোর চেষ্টা চালাচ্ছে তারা। যতক্ষণ পর্যন্ত কল ডিটেলস হাতে না আসছে, ততক্ষণ পর্যন্ত খুব একটা এগোতে পারছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2024 11:34 PM IST










