Partha Chatterjee: বাড়িতে ডেকে আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ! কেন, আদালতে বিস্ফোরক সিবিআই

Last Updated:

এ দিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী৷

পার্থর বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই৷
পার্থর বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই৷
কলকাতা: এসএসসির নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে ফের একবার আদালতে এই দাবি করল সিবিআই৷ শেষ পর্যন্ত এ দিনও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত৷
এ দিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সিবিআই-এর আইনজীবী৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নিয়োগ দুর্নীতির গোটা পরিকল্পনাই ছিল পার্থর৷ সিবিআই-এর আইনজীবী দাবি করেন, কাকে নিয়োগ করা হবে,কাকে বাদ দিতে হবে, সেসবই নিজে ঠিক করতেন পার্থ৷
advertisement
advertisement
এমন কি, যে আধিকারিকরা তাঁর কথা মতো এই দুর্নীতিতে সায় দিতেন না, তাঁদেরকেও তিনি পদ থেকে সরিয়ে দিতেন বলেও আদালতে এ দিন দাবি করেছে সিবিআই৷ নাকতলার বাড়িতে বৈঠক করে এক আধিকারিককে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য করেছিলেন বলেও দাবি করেছে সিবিআই৷
সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, পরিকল্পনা তাঁর হলেও তিনি যাতে সামনে না আসেন, এই বিষয়ে সজাগ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছেন তাতে সমাজ কোন দিকে এগোবে ভবিষ্যতে তার ঠিক নেই৷
advertisement
এ দিনও অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিচারপ্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না বলে দাবি করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য সওয়াল করেন তাঁর আইনজীবী৷ শেষ পর্যন্ত অবশ্য দু পক্ষের সওয়াল শুনে ফের একবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: বাড়িতে ডেকে আধিকারিককে চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ! কেন, আদালতে বিস্ফোরক সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement