Cattle Smuggling: গরু পাচারের কিংপিন এনামুলের বিশেষ নজর থাকত 'বোল্ডার'-এর দিকে

Last Updated:

Enamul Haque in Cattle Smuggling Case: এক বিশেষ প্রজাতির গরু 'বোল্ডার' এলেই চলে যেত টিম এনামুলের কব্জায়। কার্যত উত্তর ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের উপরে চাপ সৃষ্টি এবং সেটিং করে এই প্রজাতির গরু নিজের কব্জায় করে নিতেন এনামুল।

গরুপাচারের কিংপিং এনামুলের বিশেষ নজর থাকত 'বোল্ডারের' দিকে
গরুপাচারের কিংপিং এনামুলের বিশেষ নজর থাকত 'বোল্ডারের' দিকে
সৌরভ তিওয়ারি, কলকাতা: উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন প্রজাতির গরু পশ্চিমবঙ্গের বিভিন্ন গরু হাটে আসতো। এরই মধ্যে এক বিশেষ প্রজাতির গরু 'বোল্ডার' এলেই চলে যেত টিম এনামুলের কব্জায়। কার্যত উত্তর ভারতের বিভিন্ন ব্যবসায়ীদের উপরে চাপ সৃষ্টি এবং সেটিং করে এই প্রজাতির গরু নিজের কব্জায় করে নিতেন এনামুল।
সূত্রের খবর, এই বিশেষ গরু বাংলাদেশে পাচার করলেই মোটা টাকার কামাই  এনামুল কোম্পানির।
গোয়েন্দা সূত্রে খবর, যে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে হরিয়ানা, ,পঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে ট্রাকে করে এ রাজ্যের বিভিন্ন গরু হাটে আনা হতো গরু। মূলত এই গরুর ট্রাক এলেই এবং তার মধ্যে বিশেষ উন্নত গরু এলেই নির্দিষ্ট সেই হাটের ছোটো মাফিয়াদের কাছ থেকে খবর চলে যেত এনামুলের কাছে। ব্যাস খবর পাওয়া মাত্রই সেই হাটে হাজির হয়ে যেত এনামুলের টিম। অল্প টাকার বিনিময়ে ওই উন্নত মানের গরু নিজেদের কব্জায় করে নিতেন এনামুলের লোক জন।
advertisement
advertisement
মূলত 'বোল্ডার' প্রজাতির গরু রাজ্যের বিভিন্ন হাটে থেকে ৪০ থেকে ৪৫ হাজার টাকার বিনিময়ে কিনে নিতে এনামুলের টিম।
এই বোল্ডার প্রজাতির গরু কেনার পরই বিশেষ স্ট্যাম্প এবং নম্বর সাঁটিয়ে দেওয়া হতো গরুর গায়ে। তারপর সেই গরু পাচারের জন্যে চলে যেত বিভিন্ন পয়েন্টে এবং সময় বুঝে পাচার হয়ে যেত বাংলাদেশে।
advertisement
ওই বিশেষ স্ট্যাম্প এবং নম্বর দেখে কেউ গরু বোঝাই গাড়ি রাস্তায় আঁটকানোর সাহস দেখাতো না। সূত্র মারফত জানা গিয়েছে যে এই বিশেষ প্রজাতির গরু বোল্ডার বেশি আসতো ইলামবাজারের গরু হাটে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে যে এই 'বোল্ডার' প্রজাতির গরুর গায়ের রং কার্যত হালকা লালচে আর এই গরুর পা লম্বা এবং বড় সিং ওয়ালা। জানা গিয়েছে যে এই বোল্ডার গরুর ওজন প্রায় ২ কুইন্টালের বেশি হয়।
advertisement
বাংলাদেশে বিভিন্ন উৎসবের সময় এই গরুর চাহিদা সবথেকে বেশি ৷ এই জায়গা থেকেই বোল্ডার গরু পাচার করেই এনামুলের মোটা টাকার আয় হতো।
সবথেকে গুরুত্বপূর্ণ হল যদি কোনও ছোট মাফিয়া বাংলাদেশে গরু পাচার করতো তাকে এনামুলের কাছে বিশেষ অনুমতি নিতে হত। সেই অনুমতি নিতে এনামুলকে দিতে হত মোটা টাকার কমিশন। এই ছোট পাচারকারীদের বিষয়ে খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cattle Smuggling: গরু পাচারের কিংপিন এনামুলের বিশেষ নজর থাকত 'বোল্ডার'-এর দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement