Government Jobs: দশ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি! এ মাসেই কলকাতা, হাওড়ায় কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা

Last Updated:

রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২ টি রোজগার মেলা। একটি হাওড়া এবং আরেকটি রোজগার মেলা হবে কলকাতায়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই বাংলার জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২ টি রোজগার মেলা। একটি হাওড়া এবং আরেকটি রোজগার মেলা হবে কলকাতায়। দু'টি মেলাতেই উপস্থিত থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ জানুয়ারি রাজ্যের দুই জায়গায় দু'টি রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে। হাওড়ার শরৎ সদন এবং কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগণার রাজারহাটের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অডিটোরিয়ামে এই মেলা হবে। হাওড়ার রোজগার মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজারহাটের মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন সব ক্যাবিনেট মন্ত্রীকে বিভিন্ন রাজ্যের রোজগার মেলায় আলাদা আলাদা শহরে যোগদান করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীদের। সেই মতো দুই শহরের রোজগার মেলায় উপস্থিত থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
অক্টোবর থেকে ১০ লাখ সরকারি চাকরির জন্য নিয়োগের প্রক্রিয়া 'রোজগার মেলা'র শুভারম্ভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, এই প্রক্রিয়ায় ১০ লাখ লোকের কর্মসংস্থান হওয়া সুনিশ্চিত। এই কর্মসংস্থান অভিযানের ২২ অক্টোবর সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা হয়। নতুন চাকরিপ্রাপ্ত ৭৫ হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Government Jobs: দশ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি! এ মাসেই কলকাতা, হাওড়ায় কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement