Emergency Helpline Number: বড় খবর! এখন থেকে পুলিশ, হাসপাতাল, দমকলে ফোন করার জরুরি নম্বর একটাই
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাইবার ক্রাইমের ক্ষেত্রে এখন থেকে ফোন করতে হবে ১৯৩০ নম্বরে
#কলকাতা: বড় বদল রাজ্যে! এখন থেকে সমস্ত জরুরি পরিষেবার জন্য আলাদা-আলাদা নয়, চালু হল একটাই নম্বর! পুলিশ, দমকল কিংবা হাসপাতালে ফোন করতে ডায়াল করুন ১১২! পশ্চিমবঙ্গের সর্বত্রই ১১২ নম্বরে ডায়াল করলে সব রকমের জরুরি পরিষেবা পাওয়া যাবে।
Citizens can now dial 112 for all Emergencies reporting such as Police, Fire, Health and others.
1930 is the New National Helpline number to prevent Financial Loss due to Cyber Fraud. Follow the DGP, WB on https://t.co/aWOyMnsKcE #WBPolice #Cyberfraud #EmergencyAssistance pic.twitter.com/Y2RXWcBHwb — West Bengal Police (@WBPolice) April 14, 2022
advertisement
advertisement
বৃহস্পতিবার ট্যুইট করে রাজ্য পুলিশের তরফে এই বড় পরিবর্তনের কথা জানানো হয়। পাশাপাশি জানানো হয়েছে, সাইবার ক্রাইমের ক্ষেত্রে এখন থেকে ফোন করতে হবে ১৯৩০ নম্বরে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই নতুন নম্বরটি চালু করেছে। আগে সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে ১৫৫২৬০ নম্বরে ফোন করতে হত। তবে নতুন নম্বরের সঙ্গে পুরনো নম্বর যুক্ত করা থাকায় আগের নম্বরে ফোন করলেও পরিষেবা পাওয়া যাবে। যেমন এখনও পুলিশে কোনও জরুরি অভিযোগ জানাতে ১০০ নম্বরে ডায়াল করতে পারেন।
advertisement
ট্যুইটে নম্বর পরিবর্তনের তথ্য ছাড়াও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়-র একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে তিনি জানান, গোটা দেশে এখন থেকে ১০০ নম্বরটি বদলিয়ে ১১২ করা হয়েছে এবং ১১২ লিঙ্ক করা থাকবে ১৫৫২৬০ নম্বরের সঙ্গে। পুরনো সব নম্বরকেই এখন ১১২-র সঙ্গে লিঙ্ক করা থাকছে। ১১২ নম্বরে ফোন করে কেউ কোনও অভিযোগ জানালে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2022 10:07 PM IST